For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়িয়ে চরিত্র বদলেছে ডেঙ্গু, বাড়ছে সংক্রমণ! একাধিক নির্দেশ স্বাস্থ্য দফতরের

রাজ্যে কার্যত ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি! প্রত্যেকদিনই বাড়ছে সংক্রমণ। শুধু কলকাতাতেই নয়, প্রত্যেক জেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বহু মানুষ সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় বৈঠক করলেন র

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে কার্যত ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি! প্রত্যেকদিনই বাড়ছে সংক্রমণ। শুধু কলকাতাতেই নয়, প্রত্যেক জেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বহু মানুষ সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।

বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আজ শনিবার এই বৈঠক হয়। যেখানে একাধিক নির্দেশিকা স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে বলেই খবর।

সতর্ক করেছেন মমতা

সতর্ক করেছেন মমতা

করোনা থেকে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গু! পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াতে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে গত কয়েকদিন আগেই রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই বছর ডেঙ্গুটা একটু বাড়ছে। সাবধান থাকতে হবে। আর এরপরেই এই বিষয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। সেই বৈঠকে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের গাইডলাইন মেনে চলার কথাও বলা হয়েছে।

এলাইজা, এনএস১ এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে হবে

এলাইজা, এনএস১ এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে হবে

অন্যদিকে খরচের বিষয়টিও হাসপাতালগুলিকে মাথায় রাখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই স্বাস্থ্য দফতরকে জানাতে হবে। প্রত্যেকদিন ঠিক কতজন করে রোগী ভর্তি হচ্ছেন সে বিষয়ে স্বাস্থ্য দফতরকে তিথ্য দেওয়ার কথাও বলা হয়েছে। এমনকি উপসর্গ দেখলেই এলাইজা, এনএস১ এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য দফতরের তরফে সবরকম সাহায্য করা হবে বলেও ভার্চুয়াল বৈঠকে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

২৪ ঘণ্টায় ৫৬৬ জন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত

২৪ ঘণ্টায় ৫৬৬ জন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত

বলে রাখা প্রয়োজন, প্রত্যেকদিন সংক্রমণ বাড়ছে। ২৪ ঘণ্টায় ৫৬৬ জন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এমনটাই তথ্য দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এমনকি ৫০০ জনেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা যাচ্ছে। তবে সংক্রমণের নিরিখে অনেকটাই এগিয়ে উত্তর ২৪ পরগণা। এছাড়াও কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা সমস্ত জায়গাতেই ছবিটা এক বলেই জানা যাচ্ছে। তবে কলকাতা পুরসভা ডেঙ্গু নিয়ে সতর্ক করে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে ডেঙ্গির চরিত্র বদল নিয়ে চিন্তায় পুরসভা। রিপোর্টে ডেঙ্গু আসলে অনেক ক্ষেত্রেই প্লেটলেট কমছে না। কিন্তু অক্সিজেন কমছে। আর এই রিপোর্ট নিয়ে চিন্তায় পুরসভা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি মানুষকেও সাবধান থাকার কথা বলেছেন তিনি।

English summary
Dengue cases increasing in West Bengal, health department issues guidelines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X