For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার গণতন্ত্র তিন দফাতেই ভেন্টিলেশনে, বাকি পাঁচ দফায় কী হাল হবে ভাবুন

বাংলার গণতন্ত্র তিন দফাতেই ভেন্টিলেশনে, বাকি পাঁচ দফায় কী হাল হবে ভাবুন

Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে ভোট হচ্ছে, কিন্তু বাংলার ভোটে হিংসা মাত্রা ছাড়িয়েছে। বাংলায় তিন দফা ভোট এখন পর্যন্ত হয়ে গেল। কিন্তু তিন দফাতেই দফারফা হয়ে গিয়েছে গণতন্ত্রের। এখন থেকেই বাকি পাঁচ দফা নিয়ে আতঙ্কিত মানুষ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও কাজের কাজ কিছু হয়নি। বিজেপি-তৃণমূলের কর্মীরা ছেড়ে কথা বলেননি প্রার্থীদেরও।

তৃতীয় দফা আগের দুই দফাকেও ছাড়িয়ে গেল

তৃতীয় দফা আগের দুই দফাকেও ছাড়িয়ে গেল

বাংলায় এদিন তিন জেলার মোট ৩১টি আসনে ভোট হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার সাতটি ও হুগলির আটটি আসনে ভোট হচ্ছে। তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিত এই আসনগুলি। এবার সবথেকে বেশি অশান্ত হয়ে উঠল তৃতীয় দফা। প্রথম দুই দফায় হিংসা তবু খানিক নিয়ন্ত্রণে ছিল, তৃতীয় দফা আগের দুই দফাকেও ছাড়িয়ে গেল।

বাঁশ নিয়ে তাড়া, চ্যালা কাঠ দিয়ে মার প্রার্থীকে

বাঁশ নিয়ে তাড়া, চ্যালা কাঠ দিয়ে মার প্রার্থীকে

হাওড়ার উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেলায় সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রার্থীরা। মহিলা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে বাঁশ নিয়ে তাড়া করা হয়েছে। চ্যালা কাঠ দিয়ে মারধর করা হয়েছে তৃণমূলের আর এক প্রার্থী নাজিবুল ইসলামকে। আক্রান্ত হয়েছেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল প্রার্থী নির্মল মাজির দেহরক্ষীও।

গণতন্ত্রের উৎসবে আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও

গণতন্ত্রের উৎসবে আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও

শুধু যে তৃণমূল প্রার্থী আক্রান্ত হয়েছেন তা নয়, বিজেপি প্রার্থীও আক্রান্ত হয়েছেন। ফলতায় বিজেপি প্রার্থী বিধান পাড়ুইকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। আবার মগরহাট পশ্চিমে আইএসএফ প্রার্থীকেও বুথ ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বুথের বাইরে অবস্থান করেন প্রার্থী।

কেন্দ্রীয় বাহিনী এনেও ভোট শান্তিপূর্ণ হয়নি

কেন্দ্রীয় বাহিনী এনেও ভোট শান্তিপূর্ণ হয়নি

হুগলির গোঘাটে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর মায়ের। বাগনানে আবাব তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। বিজেপি নেত্রীর বাবাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। ভোট লুঠেরা একাধিক জায়গায় বাধা দিয়েছে ভোটারদের। অনেক ক্ষেত্রেই রুখে দাঁড়িয়েছেন মহিলারা। কিন্তু আদতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী এনেও ভোট শান্তিপূর্ণ হয়নি, সুষ্ঠুও হয়নি।

পাঁচ দফা নিয়ে চিন্তার অবকাশ রয়েই গেল

পাঁচ দফা নিয়ে চিন্তার অবকাশ রয়েই গেল

বাংলায় তিন দফা নির্বাচনেই গণতন্ত্র প্রশ্নের মুখে পড়েছে। কেন্দ্রীয় বাহিনীকে এনে ভোট করিয়ে হিংসা রুখতে সফল হল না নির্বাচন কমিশন। বিজেপি, তৃণমূল-সহ অন্যান্য দলও একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। বাড়িতে হামলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমন নানাবিধ কাণ্ড কারখানায় জর্জরিত বাংলার ভোট উৎসব। বাকি পাঁচ দফা নিয়ে তাই চিন্তার অবকাশ রয়েই গেল।

তৃণমূল প্রার্থী সুজাতাকে তাড়া, ধান খেতের আল দিয়ে দৌড়, মাথায় আঘাত নিয়ে রিপোর্ট তলব কমিশনের তৃণমূল প্রার্থী সুজাতাকে তাড়া, ধান খেতের আল দিয়ে দৌড়, মাথায় আঘাত নিয়ে রিপোর্ট তলব কমিশনের

English summary
Democracy is attacked consecutive three phases voting in West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X