For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপিকে সব ক্ষেত্র থেকে বাতিল করছে মানুষ', দিল্লির ফল আসতেই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

'বিজেপিকে সব জায়গা থেকে বাতিল করছে মানুষ', দিল্লির ফল আসতেই সরব মমতা

  • |
Google Oneindia Bengali News

ফের আরও এক রাজ্যে শোচনীয় পরাজয়ের মুখোমুখি বিজেপি। মহারাষ্ট্র, ঝাড়খন্ড একের পর এক রাজ্য হাত ছাড়া হতেই দিল্লি দখল করার লক্ষ্য়ে মরিয়া চেষ্টা করেও পদ্ম শিবিরের দূর্গ কার্যত ধূলিস্যাৎ হয়ে গিয়েছে রাজধানীর বুকে। এমন পরিস্থিতিতে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে ছাড়লেন মমতা বন্দ্য়োপাধ্যায় । তিনি বলেন, 'বিজেপিকে সব জায়গাতেই বাতিল করে দিয়েছে মানুষ'।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ও মমতা

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ও মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার সিএএ, এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বার্তা দিতে গিয়ে সরব হন। তিনি বলেন, বিজেপিকে সমস্ত জায়গা থেকে বাতিল করে দিয়েছে মানুষ। তাঁর দাবি, 'দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও ওঁরা প্রতিহিংসার রাজনীতি এবং বিভাজনের রাজনীতি করেছে। ওঁরা সবসময় অপ্রচার করেছে।.. ' আর এর জন্যই মানুষ বিজেপিকে মেনে নেয়নি বলে দাবি মমতার।

মমতার বক্তব্য বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি নিয়ে

মমতার বক্তব্য বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি নিয়ে

মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন দাবি করেন যে, বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরকে একজোট হতে হবে। আর তার জন্য আঞ্চলিক দলগুলি সবচেয়ে বেশি সক্ষম। আঞ্চলিক দলগুলিকে একজোট করে বিজেপি উৎখাতের লক্ষ্যেও এদিন বার্তা দেন মমতা।

কংগ্রেস সম্পর্কে মমতার অবস্থান

কংগ্রেস সম্পর্কে মমতার অবস্থান

এই নির্বাচনে কংগ্রেসের শোচনীয় অবস্থা নিয়ে মুখ খুলে মমতা বলেন, যেখানে আঞ্চলিক দল পোক্ত সেখানে কংগ্রেস ভোট পায়না। আর বিজেপির বিরুদ্ধে যেখানে আঞ্চলিক দল নেই , সেখানেই কংগ্রেস লাভ পেয়ে যায়। আর তার প্রকৃষ্ট প্রমাণ দিল্লি নির্বাচন দিয়েছে।

'বিজেপি তুলে নিক এনআরসি,এনপিআর, সিএএ'

'বিজেপি তুলে নিক এনআরসি,এনপিআর, সিএএ'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সারা দেশের মানুষ সিএএ, এনআরসি বাতিল করেছে। কেউ এই আইন যে চানননি তার প্রমাণ ভোটবক্সে পরেছে। মমতার হুঙ্কার, 'সিএএ ও এনআরসি বাতিল করে এবার বিজেপি সরকার অর্থনীতি মজবুত করার দিকে মন দিক। '

মমতার শুভেচ্ছা বার্তা কেজরিওয়ালকে

মমতার শুভেচ্ছা বার্তা কেজরিওয়ালকে

মঙ্গলবার সকাল থেকে দিল্লি নির্বাচন ঘিরে গণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই এটি সাফ হয়ে যায় যে দিল্লির মসনদে ফের একবার বসতে চলেছেন আরবিন্দ কেজরিওয়াল। খবর শুনেই মঙ্গলবার আপ-প্রধানকে ফোন করে মমতা। জানান শুভেচ্ছা বার্তা। মমতা জানান 'আপ জয়ী হওয়ায় আমি খুশি।'

English summary
Delhi poll results 2020,Mamata Banerjee Says People rejected BJP wishes Kejriwal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X