For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দিল্লিতে, জবাবে কী বললেন বঙ্গ বিজেপির সভাপতি

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দিল্লিতে, জবাবে কী বললেন বঙ্গ বিজেপির সভাপতি

Google Oneindia Bengali News

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় এসেছিল, কোনও বাধার মুখে পড়তে হয়নি। বিজেপির সদস্যরা ঘটনাস্থবলে গিয়ে তথ্যতালাশ করে ফিরে গিয়ে রিপোর্ট পাঠিয়েছেন জেপি নাড্ডাকে। কিন্তু তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতেই দেওয়া হল না দিল্লির অকুস্থলে। তাঁরা সরেজমিনে দেখতে পারলেন না, সেদিন কী ঘটেছিল।

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দিল্লিতে, জবাবে কী বললেন বঙ্গ বিজেপির সভাপতি

এলাকাবাসীর সঙ্গে কথা না বলেই তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাসংদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া, কাকলি ঘোষ দস্তিদার, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন তাঁদের পিছু হটতে হল, কেন তাঁরা যেতে পারলেন না? তার জবাব সুকান্ত মজুমদার দিলেন কড়া বার্তা।

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দিল্লির জাহাঙ্গিরপুরীতে বাধার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দিল্লির হিংসার ঘটনায় জড়িত আনসারকে কেন্দ্রের দিল্লির পুলিশ ধরেছে। তাকে বাঁচামনোর জন্য বিজেপির কোনও নেতা সেখানে যাবে না। মমতা বন্যোে পাধ্যায় ও তাঁর দল এবার ঠিক করুক তারা আনসারকে বাঁচাতে যাবে নাকি সংখ্যালঘু ভোট খোয়াবে।

সুকান্ত মজুমদার জানান, তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে যে সমস্ত সাংসদরা রয়েছেন, তাঁদের নিজে এলাকায় ধর্ষণ, গণধর্ষণ এবং বগটুইয়ের মতো ঘটনা ঘটে চলেছে। তাই তাঁরা আগে নিজের জায়গা সামলাক, তারপর তাঁরা অন্য জায়গায় যাবেন। এদিন সুকান্ত মজুমদার দিল্লির জাঙাঙ্গিরপুরীর ঘটনায় সিপিএমকেও একহাত নেন।

সিপিএমকে নিশানায় বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপি নেতার সঙ্গে যে কেউ ছবি তুলতে পারেন। তাতে তাঁর পাশে বিজেপি দাঁড়াবে না। জাহাঙ্গিরপুপরীতে বুলডোজারের চালানো রুখতে সিপিএম নেতা-নেত্রীরা সুপ্রিম কোর্টে যান। যখন কাশ্মীরে লোকেদের বিতারণ করা হয়েছিল, তখন বিজেপি নেতারা পাশে ছিল, তখন সিপিএম নেতারা আদালতে যাননি। এটাই পার্থক্য।

'আত্ম অহংকার ছাড়ো- আত্ম বিশ্লেষণ করো', নাম না করে ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে তোপ অনুপম হাজরার'আত্ম অহংকার ছাড়ো- আত্ম বিশ্লেষণ করো', নাম না করে ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে তোপ অনুপম হাজরার

উল্লেখ্য, দিল্লির জাহাঙ্গিরপুর এলাকায় হনুমান জয়ন্তীর মিছিলে হামলা চালায় একদল। সেই হিংসার ঘটনায় উদ্বেগ ছঢ়িয়ে পড়ে দেশজুড়ে। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আসার নামে এক ব্যর্তি ধরা পডে। তাঁর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বর্তমানে টানাপোড়েন তৈরি হয়েছে। তিনি বাংলার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বিজেপির দাবি, সে তৃণমূল করত। তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিজেপির কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল বলে ছবি প্রকাশ করে সিপিএম ও তৃণমূল।

এদিন দিল্লির জাহাঙ্গিরপুরীতে যাওয়ার কথা ছিল তৃণমূলের প্রতিনিধি দলের। কিন্ত তাঁরা জাহাঙ্গিরপুরীতে প্রবেশ করতে পারেননি। ব্যারিকেড করে রাখা হয়েছিল জায়গাটি। তৃণমূলের অভিযোগ ইচ্ছাকৃতভাবে তাদের ঢুকতে দেওয়া হয়নি। কোনও বিরোধী দলকেই ঢুকতে দেয়নি দিল্লির পুলিশ। ফলে তাদের ফিরতে হয় ব্যর্থ মনোর হয়ে।

English summary
Delhi police doesn’t give permission to entry in Jahangirpuri and BJP state president takes on TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X