For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আদালতের সমন রুজিরাকে, ভবানীপুরে ভোটের দিন অভিষেকের স্ত্রীকে দিল্লিতে হাজিরার নির্দেশ

এবার আদালতের সমন রুজিরাকে, ভবানীপুরে ভোটের দিন অভিষেকের স্ত্রীকে দিল্লিতে হাজিরার নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

কয়লা পাচার কাণ্ডে (coal scam case) তলব করার পরেও হাজিরা দেননি দিল্লিতে ইডির (ed) দফতরে। তিনি সেখানে করোনা সংক্রমণের কথা বলেছেন। সেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (rujia banerjee) এবার তলব করেছে দিল্লির আদালত। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই আবেদনের ভিত্তিতেই এবার রুজিরাকে তলব করেছে পাতিয়ালা হাউজ কোর্ট। তাঁকে ৩০ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিষেক হাজিরা দিলেও হাজিরা দেননি রুজিরা

অভিষেক হাজিরা দিলেও হাজিরা দেননি রুজিরা

গত ৬ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁকে নয় ঘন্টা ধরে জেরা করা হয়েছিল। যা নিয়ে জামনগরের ইডির অফিস থেকে বেরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। তিনি দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নে। পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বর তাঁকে ফের ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়। তিনি যাননি। এরপর ১১ সেপ্টেম্বর তৃণমূল সাংসদকে ফের ডেকে পাঠায় ইডি। সেই সময় ইডি সূত্রে জানা গিয়েছিল, অভিষেকের অনেত উত্তরে তারা সন্তুষ্ট হতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অভিষেককে এই জিজ্ঞাসাবাদের কয়েকদিন আগে ১ সেপ্টেম্বর রুজিরাকে তলব করা হলেও তিনি সেখানে হাজিরা দেননি। তাঁর ছোট দুই সন্তান এবং করোনা সংক্রমণে ভয়ের কথা বলেছিলেন।

ইডির হাতে তথ্য

ইডির হাতে তথ্য

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে প্রতিবেদনে বলা হয়েছে, যে সময়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছিল, সেই সময় তিনি দিল্লিতে না গেলেও, কাছাকাছি সময়ে তিনি দিল্লিতেই ছিলেন। সূত্রের খবরকে উদ্ধৃত করে সেই প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময়ের আগেই রুজিরা এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে দিল্লিতে গিয়েছিলেন। ২৮ অগাস্ট তিনি কলকাতায় ফেরেন। ইডির তদন্তকারিদের সূত্রে খবর, দিল্লিতে থাকার সময়ে তিনি বিউটি পার্লারে গিয়েছিলেন। পাশাপাশি আশপাশের এলাকাতেও গিয়েছিলেন। ফলে তিনি ইডির কাছে অসুবিধার যে কথা জানিয়েছেন, তা ঠিক নয়। হাজিরা এড়াতে রুজিরা বন্দ্যোপাধ্যায় অসত্য বলছেন বলেও ইডির সূত্রে মন্তব্য করা হয়েছে।

ইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা

ইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা

এদিকে ইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির তলফের ওপরে আদালতের স্থগিতাদেশের আবেদন করেছেন তাঁরা। রাজনৈতিক উদ্দেশে তাঁদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

৩০ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ

৩০ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ

পাতিয়ালা হাউজ কোর্টের নির্দেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। প্রসঙ্গত ওইদিনই ভবানীপুরে উপনির্বাচন। সেই উপনির্বাচনে প্রার্থী রুজিরার পিসি-শাশুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Delhi court summons Rujira Wife of Abhishek Banerjee on appeals of ED in Coal scam case on 30th September on the day of Bhawanipur election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X