For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো করলেন বিধায়ক দেবশ্রী!

সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো করলেন বিধায়ক দেবশ্রী!

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কি তবে সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন, এই প্রশ্নই এখন ঘুরছে বিভিন্ন মহলে। বিসিসিআই সভাপতি হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক এবং স্কুল তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া জমি ফেরতের পর মানুষের মনে আবছা ধারণা তৈরি হয়েছে যে রাজনীতি শুধু নয়, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে নামবেন মহারাজ। সে জল্পনায় নতুন সংযোজন সৌরভকে নিয়ে করা অভিনেত্রী তথা বিধায়িকা দেবশ্রী রায়ের রাজনৈতিক মন্তব্য।

কী বলেছেন দেবশ্রী

কী বলেছেন দেবশ্রী

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি আনলিমিটড সিজন এইট-র ফ্লোরে শুটিং উপলক্ষ্যে গিয়েছিলেন দেবশ্রী রায়। অনুষ্ঠানের বিশেষ পর্বের শুটিংয়ে হাজির ছিলেন সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতারা। দাদাগিরির সেট থেকে বেরোনোর সময় বিসিসিআই সভাপতির রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেস বিধয়ক দেবশ্রী রায়কে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেত্রী টার্নড রাজনীতিবিদ জানান, এটা সৌরভের ব্যক্তিগত ব্যাপার। তবে রাজনীতি এলেও মহারাজ ছক্কা হাঁকাবেন বলেও সাফ জানান দেবশ্রী। আর তাতেই দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যকে বিতর্কিত জমি ফেরত

রাজ্যকে বিতর্কিত জমি ফেরত

আইসিএসই স্বীকৃত হাইস্কুল তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে ২ একর জমি নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির ওই স্কুল নিউটাউনে হওয়ার কথা ছিল। ওই জমি বিতর্কিত হওয়ায়, সৌরভ গঙ্গোপাধ্যায় তা ফেরত দিয়ে দিয়েছেন বলে খবর। এক রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই সভাপতি সংস্থা 'গাঙ্গুলি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি', এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটি চিঠি লিখেছে। আইনি জটে আটকে থাকা নিউটাউনের ওই বিতর্কিত জমি তারা ব্যবহার করতে চায় না বলে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা।

কী ভূমিকা সরকারের

কী ভূমিকা সরকারের

'গাঙ্গুলি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি'-এর ওই চিঠি ইতিমধ্যেই রাজ্যের আবসন দফতর গ্রহণ করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিসিসিআই সভাপতির নামের সঙ্গে জুড়ে থাকা বিতর্কিত ওই জমির ফাইল রাজ্যের অর্থ দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে বলেও খবর।

এবার বিজেপি-এর জার্সিতে সৌরভ

এবার বিজেপি-এর জার্সিতে সৌরভ

বিজেপির সমর্থনেই বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তেমনটা এখনও বিশ্বাস করেন অনেকে। সূত্রের দাবি, ভারতীয় বোর্ডের সর্বোচ্চ পদে বসার আগে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন মহারাজ। বৈঠকে মন্ত্রীর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহ ছিলেন বলেও খবর। সৌরভ নিজে রাজনৈতিক ঘনিষ্ঠতার দাবি উড়িয়ে দিলেও, তাঁর রাজ্য সরকারের দেওয়া জমি ফেরতের সিদ্ধানতকে ইঙ্গিতপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একটা অংশ। আগামী বিধানসভা নির্বাচনে মহারাজকে, দিলীপ ঘোষদের হয়ে রাজ্যে প্রচারে নামতে দেখলেও অবাক হবেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

English summary
Debashree Roy speaks about Sourav Ganguly's involvement in politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X