For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা মুখ হলে বিজেপি শেষ ২০২৪-এই, মোদী-শাহকে ওপেন চ্যালেঞ্জ তৃণমূল মুখপাত্রের

মমতা মুখ হলে বিজেপি শেষ ২০২৪-এই, মোদী-শাহকে ওপেন চ্যালেঞ্জ তৃণমূল মুখপাত্রের

Google Oneindia Bengali News

একুশের যুদ্ধে একক দক্ষতায় বাংলা থেকে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সামনে ২০২৪-এর লড়াই। এই লড়াইয়ে বিরোধী ঐক্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হলে, বিজেপির বিদায় আসন্ন হবে কেন্দ্র থেকে। দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে হটাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখটাই যথেষ্ট।

মমতা মুখেই বিরোধী ঐক্যের পাল্লা ভারী

মমতা মুখেই বিরোধী ঐক্যের পাল্লা ভারী

তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের কথায়, বাংলার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধরাশায়ী হয়েছে মোদী-শাহের ফুল টিম। আরও বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে তৃণমূল। এই জয়টাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির যুদ্ধে মুখ করে তুলেছে। আর বাংলায় তৃণমূলের জয়ের পর বিজেপিকে তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দিল্লি থেকে।

বাংলায় হারের ভীতি তাড়া করছে মোদী-শাহদের

বাংলায় হারের ভীতি তাড়া করছে মোদী-শাহদের

দেবাংশু বলেন, বিরোধী ঐক্যে শান দিয়ে কেন্দ্র থেকে মোদী-শাহের সরকারকে হটাতে হবে। তার রূপরেখা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই ঐক্যের মুখ হন, তবে মোদী-শাহের সরকারের বিনাশ ঘটবেই। কেননা মমতা-মুখের সঙ্গে যুদ্ধে নামলে মোদী-শাহদের বাংলায় হারের ভীতি তাড়া করে বেড়াবে।

পিছনের দরজা ফাঁক করার চেষ্টা চালাচ্ছে বিজেপি

পিছনের দরজা ফাঁক করার চেষ্টা চালাচ্ছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার বিরোধী ঐক্যের মুখ হয়ে উঠতে চলেছেন, বিজেপি তা বুঝতে পেরেই রাজ্যকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত রাখার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। দেবাংশু বলেন, বিজেপি সামনের দরজা দিয়ে ঢুকতে পারেননি। তাই পিছনের দরজা ফাঁক করার চেষ্টা চালাচ্ছে।

বিজেপি বাংলায় হারের পর দিল্লির শাসন থেকে বিদায় নেবে

বিজেপি বাংলায় হারের পর দিল্লির শাসন থেকে বিদায় নেবে

বাংলায় রাষ্ট্রপতি শাসনের হুজুগ তুলে রাজ্যকে অশান্ত করে তোলাই বিজেপির লক্ষ্য। রাজ্যকে অস্থির করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত রাখার চেষ্টা চালিয়ে কিন্তু কিছুই লাভ হবে না। মোদী-শাহের সরকারের বিদায়ঘণ্টা বাজবেই এবার। বিরোধীরা এবার এককাট্টা। বিজেপি বাংলায় হারের পর দিল্লির শাসন থেকেও বিদায় নেবে ২০২৪-এ।

বিধানসভা ভোটের পুনর্গণনা হলে কে কত আসন পাবে! হিসেব কষে জানিয়ে দিলেন দেবাংশুবিধানসভা ভোটের পুনর্গণনা হলে কে কত আসন পাবে! হিসেব কষে জানিয়ে দিলেন দেবাংশু

English summary
Debangshu Bhattacharya says Mamata Banerjee will be face against Narendra Modi in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X