For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ration: রেশন তালিকাতে কি এখনও মৃত পরিজনের নাম রয়েছে? তাহলে কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না

ইতিমধ্যে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু হয়েছে দেশজুড়ে। এই অবস্থায় রেশন নিয়ে কড়া ব্যবস্থার পথে হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ ভাবে রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা পেতে চায় সরকার।

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু হয়েছে দেশজুড়ে। এই অবস্থায় রেশন নিয়ে কড়া ব্যবস্থার পথে হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ ভাবে রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা পেতে চায় সরকার।

আর সেই কারণে এই বিষয়টি নিয়ে বিশেষ তৎপরতা নবান্নের। রেশন ব্যবস্থায় একাধিক অভিযোগ একটা সময় উঠত।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া এই সিদ্ধান্তে সরকারের অনেকাংশেই লাভ হবে বলে মনে করা হচ্ছে।

উপভোক্তাদের প্রকৃত তালিকা হাতে পেতে তৎপর নবান্ন

উপভোক্তাদের প্রকৃত তালিকা হাতে পেতে তৎপর নবান্ন

তবে এখনও বহু সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর সেই কারনে উপভোক্তাদের প্রকৃত তালিকা হাতে পেতে তৎপর হল রাজ্য সরকার। আর সেদিকে তাকিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসে মৃতের তালিকা পাঠাতে হবে

মাসে মৃতের তালিকা পাঠাতে হবে

নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে প্রতি মাসে মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। আর তা পাঠাতে হবে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের কাছে। শুধু তাই নয়, সমব্যথী প্রকল্পের উপভোক্তাদের তালিকাও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই দুয়ারে রেশন ব্যবস্থা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট মিটতেই এই প্রকল্প বাস্তব করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে বাধার মুখমুহি হতে হচ্ছে সরকারকে।

তথ্য সামনে আসতেই চক্ষুচড়ক

তথ্য সামনে আসতেই চক্ষুচড়ক

কিন্তু ইতিমধ্যে দুয়ারে রেশন প্রকল্পে বিভিন্ন জায়গাতে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আর সেই প্রজেক্ট শুরু হতেই বেশ কয়েকটি সমস্যা সামনে আসছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ রেশন গ্রহীতাদের সংখ্যা বেড়ে যাওয়া!

জানা গিয়েছে, ১০ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড আগে চালু ছিল। কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের পর চাঞ্চল্যকর একটি তিথ্য সামনে এসেছে। দেখা গিয়েছে হঠাত করে রেশন গ্রহীতাদের সংখ্যা বেড়ে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার কাছাকাছি। আর এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।

খাদ্য দফতর মনে করছেন, অনেক ক্ষেত্রে রেশন গ্রহতীর মৃত্যু হলেও কার্ড সেরেন্ডার করা হচ্ছে না। আর তাতেই বিপদ তৈরি হচ্ছে। আর সেই কারনে জারি করা হল নতুন নির্দেশিকা।

এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক মাসে রেশন দেওয়ার ক্ষেত্রে একটা মোটা অংকের টাকা খরচ করা হয় রাজ্যের তরফে।

কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ে যদি ঠেকানো যায় তাহলে একটা বড় অংশের টাকা বেঁচে যাবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Dead person in Ration card list, know what to do
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X