For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এক হয়ে যাচ্ছে, মোদী সরকারের প্রস্তাবিত বিল পাস রাজ্যসভায়

জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ভেঙে দেওয়া হয়েছিল কয়েকদিন আগেই। এবার উলটপুরান 'দমন ও দিউ' এবং 'দাদরা ও নগর হাভেলি'র ক্ষেত্রে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ভেঙে দেওয়া হয়েছিল কয়েকদিন আগেই। এবার উলটপুরান 'দমন ও দিউ' এবং 'দাদরা ও নগর হাভেলি'র ক্ষেত্রে। এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে সংযুক্ত করতে বালি পাস করে ফেলল কেন্দ্রীয় সরকার। শীতকালীন অধিবেশনেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংহতকরণ বিল ২০১৯ পাস হয়ে গেল।

দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এক হয়ে যাচ্ছে, মোদী সরকারের প্রস্তাবিত বিল পাস রাজ্যসভায়

উন্নত প্রশাসনের লক্ষ্যেই নরেন্দ্র মোদী সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বলে দাবি। মঙ্গলবার সংসদে একটি বিল পাস করা হয়েছে, যা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- দিউ ও দমন এবং দাদরা ও নগর হাভেলিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করবে। লোকসভায় এই বিলটি ২৭ নভেম্বর পাস হয়েছে। একীভূত কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ হবে।

বিলের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি বলেন, এই ব্যবস্থা প্রশাসনিক দক্ষতা ও পরিষেবা জোরদার করবে। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একীভূত হওয়া বিকাশের পাশাপাশি প্রশাসনিক ব্যয়ও হ্রাস করবে। এই প্র্রক্রিয়া সুসম্পন্ন হয়ে গেলে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা নেমে আসবে আটটিতে।

পশ্চিম উপকূলে অবস্থিত দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একীভূত করার স্বপক্ষে বিল পাস হয়ে গেল সংসদের দুটি কক্ষেই। জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার তিন মাস পরে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচিতও হতে হচ্ছে মোদী সরকারকে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার পর এই রাজ্য কে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পথ চলাও শুরু করে দিয়েছে। আবার উল্টোদিকে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের একীভূত হওয়ার প্রক্রিয়াও চূড়ান্ত।

English summary
'Daman and Diu' and 'Dadra and Nagar Haveli's merging bill passes in Rajya Sabha. Two union territories 'Daman and Diu' and 'Dadra and Nagar Haveli's is merging
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X