For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে শিকেয় উঠেছে ডেয়ারি শিল্প, রাস্তায় দুধ ফেলে প্রতিবাদ আসানসোলে

  • |
Google Oneindia Bengali News

করোনা প্রতিরোধে লকডাউনে স্তব্ধ গোটা দেশ। বন্ধ কলকারখানা, স্কুল-কলেজ, শিল্প ক্ষেত্র গুলি। ক্রমেই আর্থিক মন্দায় ডুবে যাচ্ছে গোটা দেশ। দেশীয় অর্থনীতির হাল ফেরাতে সরকারের তরফে একাধিক প্যাকেজের ঘোষণা করা হলেও তৃণমূলস্তরের মানুষের কাছে তার সুবিধা কতদিনে পৌঁছাবে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এদিকে লকডাউনের জেরে গোটা রাজ্যেই তীব্র মন্দা ডেয়ারি শিল্পে।

লকডাউনে ব্যবসায় লোকসানের জেরে রাস্তায় দুধ ফেলে প্রতিবাদ আসানসোলে

এবার তারই প্রতিবাদে রাস্তায় দুধ ফেলে প্রতিবাদে সামিল হলে দুগ্ধ চাষিরা। তাদের অভিযোগ লকডাউনে তীব্র লোকসানে জেরবার হচ্ছেন তারা। দুধ উৎপাদন তো দূরের কথা গবাদি পশুদের খাওয়ানোর টাকা পর্যন্ত নেই তাদের কাছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে দুগ্ধচাষী বিনোদ কুমার যাদব বলেন, "আমাদের দাবি গরু ও মহিষের খাদ্যদ্রব্যের ব্যবস্থা সরকারকে করতে হবে। বর্তমানে পরিস্থিতি এমন যে কঠিন সময়ে গবাদি পশুদের খাদ্য দ্রব্যে যোগান দিতে গিয়েই হিমশিম খাচ্ছেন এখানকার গরু পালকেরা। সঙ্গে রয়েছে পারিবারিক নিত্য খরচের বহর। এদিকে কোনও উপার্জনই নেই এখন আমাদের। কেন্দ্র বা রাজ্য সরকার কেউই এই দিক দিয়ে এখনও কিছু করছে না। "

এদিকে সর্বভারতীয় যাদব মহাসভার রাজ্য সভাপতি বিকাশ কুমার যাদবও এই প্রসঙ্গে তার ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, “দুগ্ধচাষীরা পুরোপুরি দুধ বিক্রির উপর নির্ভরশীল। বর্তমানে লকডাউনের কারণে তারা দুধ সরবরাহ করতে পারছেন না। পাশাপাশি গরুর খাদ্যদ্রব্য যেন খোল-ভুষি কিনতে গিয়েও হিমশিম খাচ্ছেন তারা। কোনও আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে না তাদের। সরকারের উচিৎ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা।”

English summary
Dairy farmers suffer losses during lockdown, protest by spilling milk on the road in at Asansol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X