For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: জঙ্গি হামলা কাশ্মীরে, মোদী রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী, দিনভরের নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ফের জঙ্গি হামলা কাশ্মীরে

ফের জঙ্গি হামলা কাশ্মীরে

গোয়েন্দাদের অনুমান সত্যি করে ফের জঙ্গি হামলা কাশ্মীরে। ফের নিশানায় পুলিশ। সূত্রের খবর, রবিবার সকালে কাশ্মীর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল জঙ্গি৷ তাতে গুরুতর ভাবে জখম হয়েছেন এক পুলিশ কর্মী৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের শ্রীনগরের (Srinagar) খানওয়ার জেলায়। বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

বিজয় রূপানির জায়গায় ভূপেন্দ্র পাতিল

বিজয় রূপানির জায়গায় ভূপেন্দ্র পাতিল

টালবাহান চলছিলই। বিজয় রূপানির (Vijay Rupani) উত্তরসূরি কে হবে তা নিয়ে ক্রমেই বাড়ছিল জল্পনা। এমনকী শোনা যাচ্ছিল বেশ কিছু নামও। অবশেষে ঠিক হয়ে গেল গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর(Gujarat Chief Minister) নাম। রবিবার ভারতীয় জনতা পার্টি (BJP) গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে (Bhupendra Patel) বেছে নিয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সকাল থেকেই দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে গেরুয়া শিবির।

দুবাইয়ের মাটিতে পা বিরাটের আরসিবির

দুবাইয়ের মাটিতে পা বিরাটের আরসিবির

যেমনটা জানানো হয়েছিল, ঠিক তেমনই হল। রবিবারই দুবাইয়ের মাটি স্পর্শ করলেন বিরাট কোহলি। ফাস্ট বোলার মহম্মদ সিরাজের সঙ্গে ম্যাঞ্চেস্টার থেকে চার্টার বিমানে আমিরশাহী পৌঁছেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পর একে একে আবু ধাবি ও দুবাই পৌঁছতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্র্রীত বুমরাহ, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, রবিচন্দ্রণ অশ্বিন সহ অন্যান্য তারকারা। তাঁদেরই মতো করোনা বিধি মানতে হবে বিরাট কোহলিদেরও।

বাতিল টেস্টের ভাগ্য আইসিসির হাতে

বাতিল টেস্টের ভাগ্য আইসিসির হাতে

করোনা ভাইরাসের আতঙ্কে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ফের কবে হবে এই ম্যাচ, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিসিসিআই ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ ব্যাপারে কিছুতেই কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। ফলে সমস্যা সমাধানে সেই আইসিসি-র কোর্টেই বল ঠেলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বর্ষার বৃষ্টি কবে বিদায় নিচ্ছে, জানাল আবহাওয়া দফতর

বর্ষার বৃষ্টি কবে বিদায় নিচ্ছে, জানাল আবহাওয়া দফতর

মূলত ভাদ্র মাসের শেষ থেকে অর্থাৎ ১৭ সপ্টেম্বর থেকে বর্ষা ফিরে যেতে শুরু করে। তবে এবার তেমন কোনও ইঙ্গিত দিচ্ছে না বর্ষা। আপাতত ফিরে না যাওয়ার মেজাজে রয়েছে বর্ষাকাল। এমনই বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস। ফলে সহজে বর্ষা এখনই ফিরে যেতে তাইছে না। আর তার জেরেই বর্ষা আপাতত লম্বা ইনিংস খেলার মুডে রয়েছে! আর তার পর্ব কবে শেষ হবে, তা নিয়ে খানিকটা বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকেই বর্ষা একটি ভ্যাকটিভ ফেসের মধ্যে প্রবেশ করেছে। এরপরবর্তীকালে কী ঘটছে পারে দেখে নেওয়া যাক।

এবার আইপিএল, আরবে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটাররা

এবার আইপিএল, আরবে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটাররা

ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট বাতিল হতেই আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছতে শুরু করেছেন ক্রিকেটাররা। শনিবারই ম্যাঞ্চেস্টার থেকে বিশেষ বিমানে আবু ধাবি পৌঁছন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। এবার রানার্স দিল্লি ক্যাপিটালসের পালা। রবিবার সকালে দুবাই পৌঁছলেন দলের অন্যতম তারকা ক্রিকেটাররা।

করোনার দৈনিক সংক্রমণে রাশ দেশে

করোনার দৈনিক সংক্রমণে রাশ দেশে

সমীক্ষায় জানানো হয়েছিল যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই সম্ভবত দেশে আছড়ে পড়তে পারে করোনা-ঝড়। সেইমতো করোনা পরিস্থিতি ঘিরে রীতিমতো আতঙ্ক গ্রাস করে গোটা দেশকে। এরই মাঝে ডেল্টা ও ল্যাম্বডার মতো ভ্যারিয়েন্টের ত্রাস নজরে পড়তে শুরু করে বিশ্বজুড়ে। সেই জায়গা থেকে গত কয়েকদিনে দেশে করোনার জেরে দৈনিক আক্রান্ত ৪০ হাজার পার করে যায়। ৪০ হাজারের আশপাশে পরবর্তীকালে করোনা আক্রান্তের সংখ্য়া ঘুরপাক খেতে থাকে। এরপরই দেখা যায়, গণেশ চতুর্থীর মরশুমে। করোনার জেরে দেশে আক্রান্তের সংখ্যার দৈনিক হারে কমতি দেখা গিয়েছে। এদিন করোনার দৈনিক আক্রান্ত ২৮,৫৯১ তে গিয়ে পৌঁছেছে।

ইতিহাস রচনা করলেন রাদুকানু

ইতিহাস রচনা করলেন রাদুকানু

ইউএস ওপেনের বহুল চর্চিত টিনেজার ফাইনালে শেষ হাসি হাসলেন ১৮ বছরের এমা রাদুকানু। কানাডার ১৯ বছরের লেইলা ফার্নান্ডেজকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম অভিষেকেই খেতাব জিতে ইতিহাস রচনা করলেন ইংল্যান্ডে টেনিস তারকা। স্ট্রেট সেটের অতি সহজ জয় হাসিল করতে সক্ষম হন এমা। ৪৪ বছরের ব্যবধানে কোনও ব্রিটিশ মহিলা হিসেবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনবদ্য রেকর্ডও গড়েছেন রাদুকানু।

বিজয় রুপানির জায়গায় কে

বিজয় রুপানির জায়গায় কে

মোদীগড়ের বিজেপির রাজনীতিতে কার্যত তোলপাড়। বিজয় রুপানির ইস্তাফার পর গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিজেপির বিশেষ বৈঠক। এদিন দলের পরিষদীয় বৈঠক ঘিরে চড়ছে জল্পনার পারদ। বিভিন্ন সূত্রের খবর যে আজকের মধ্যেই গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বিবেচনা করে সেবিষয়ে সিদ্ধান্তে সিলমোহর দেবে বিজেপি। এদিন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সি তোমার ও প্রহ্লাদ জোশী গুজরাতের মাটিতে পা রাখছেন। তারপরই বিষয়টি নিয়ে বিবেচনা শুরু হবে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

সাধারণত পুজোর বাজার ঘিরে যখন বাঙালির উত্তেজনা তুঙ্গে থাকে, তখন প্রায় প্রতিবারই ভাদ্রের প্রবল বর্ষণে ভেজে কলকাতা। এই ছবি করোনাকালের আগে প্রতিবারই দেখা গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাংলায় রবিবার থেকে প্রবল বর্ষণের কথা। গত কয়েকদিনে কলকাতায় ব্যাপক হারে বর্ষণ না হলেও, বিক্ষিপ্তভাবে বর্ষণ দেখা গিয়েছে কিছু জায়গায়। আপাতত কলকাতা ও তার আশপাশের জায়গায় আকাশ মেঘলা থাকবে। দু এক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ৩২.২ ডিগ্রি থেকে ২৬.৭ ডিগ্রির আশপাশে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Daily News Update in Bengali on 12 September 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X