For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: ক্রুজকাণ্ডে জামিন পেলেন না আরিয়ান

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আজ মহাষ্টমী

আজ মহাষ্টমী

আজ অষ্টমী৷ সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পুজোর প্রস্তুতি। অঞ্জলি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বেলুড় মঠেও চলছে অষ্টমী পুজোর প্রস্তুতি। কোভিড বিধি মেনেই এবার বেলুড় মঠে অষ্টমী পুজোর আয়োজন করা হচ্ছে। কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে এবার।

কেমন থাকবে আবহাওয়া

কেমন থাকবে আবহাওয়া

মহাষ্টমীতে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েেছ। উপকূলবর্তী জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল কিন্তু কলকাতাসহ রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে চলেছে।

 আদালতে বিজেপি নেতা

আদালতে বিজেপি নেতা

যৌন হেনস্তা মামলায় গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ হলেন তিন বিজেপি নেতা। আগাম জামিন চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের আবেদনের দ্রুত শুনানির আরজি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন তাঁরা। বিজেপি নেতৃত্বের আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। বুধ বা বৃহস্পতিবার তাঁদের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তান নিয়ে মোদীর বার্তা

আফগানিস্তান নিয়ে মোদীর বার্তা

আফগানিস্তান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বার্তা দিলেন। জি-২০ সামিেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আফগানিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হতে দেবেন না। আফগানিস্তানে তালিবান শাসনের পরেই প্রধানমন্ত্রী এই প্রথম এই বার্তা দিয়েছেন।

গতিশক্তি প্রকল্পের উদ্বোধন

গতিশক্তি প্রকল্পের উদ্বোধন

গতি শক্তি মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। ১৬ মিনিেটর অনুষ্ঠানে দেশের পরিকাঠামো উন্নয়নমূলক এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দেশের পরিকাঠামো উন্নয়নের এই প্রকল্পের সূচনা করেছেন তিনি। দেশের একাধিক পরিকাঠামো উন্নয়নের প্রকল্প রয়েছে তােত। ২০২৪-২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

বিরোধীদের নিশানা

বিরোধীদের নিশানা

গতিশক্তি মাস্টার প্ল্যান চাননি কোনও বিরোধী রাজনৈতিক দল। দেশের পরিকাঠামো গত উন্নয়ন প্রকল্পের সূচনা করে সরাসরি বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। ভার্চুয়াল মাধ্যমে আজ এই প্রকল্পের সূচনা করেন তিনি। তাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পীযূষ গোয়েল এবং অশ্বিনী বৈষ্ণব। গতি শক্তি মাস্টার প্ল্যানের উদ্বোধন করে বিরোধীদের নিশানা করে তিনি বলেছেন, কোনও বিরোধী রাজনৈতিক দল চায়নি এই প্রকল্পের বাস্তবায়ন হতে দিয়ে চায় না। তারা এই প্রকল্পের বিরোধী।

আলাপনকে তলব

আলাপনকে তলব

আগামী ১৮ অক্টোবর, রাজ্যের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-এর এনকোয়ারি কমিশনের কাছে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে । যদিও এনকোয়ারি কমিশনে গঠনের বিরোধিতা করে ইতিমধ্যেই ক্যাটের শরণাপন্ন হয়েছেন এই প্রাক্তন আমলা। তাই হাজিরা দেবেন না বলেই আগেভাগেই জানিয়ে দিয়েছেন তিনি।

জঙ্গি নিকেশ

জঙ্গি নিকেশ

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। এবার এনকাউন্টারে নিকেশ হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার শাম সোফি

এসআইয়ের মৃত্যু

এসআইয়ের মৃত্যু

শিশু অপহরণ মামলায় অভিযুক্তকে জেরা করার সময় অসুস্থ হয়ে পড়েন সাব ইনস্পেক্টর । উল্টোডাঙা থানার এসআই-কে তড়িঘড়ি ভরতি করা হয় হাসপাতালে। তাও শেষরক্ষা হল না। অষ্টমীর ভোরে হাসপাতালে প্রাণহানি হয় তাঁর। অভিযোগ, রাস্তায় ভিড় থাকার ফলে সময়মতো ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বলেই প্রাণহানি।

সুজিতকে নিশানা সুকান্তর

সুজিতকে নিশানা সুকান্তর

বার বুর্জ খলিফার লেজার লাইট বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তথা সুজিত বসুকে নিশানা করে তিনি বিশেষ বার্তাও দিলেন।অষ্টমীর দিন তিনি বলেন, 'আমিও বর্তমানে ওই এলাকার কাছাকাছি থাকি। বিমানগুলি নীচ দিয়ে যায়। এই লাইটের ফলে সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছিল। আমাদের আনন্দের কারণ অন্য কারও নিরানন্দের কারণ যাতে না হয়, সেই দিকে নজর রাখতে হবে।

জামিন পেলেন না আরিয়ান! আগামীকাল পর্যন্ত স্থগিত রইল মামলার শুনানি

জামিন পেলেন না আরিয়ান! আগামীকাল পর্যন্ত স্থগিত রইল মামলার শুনানি

জামিন পেলেন না আরিয়ান। আগামীকাল পর্যন্ত স্থগিত রইল মামলার শুনানি

চিনের বিরোধিতা নস্যাৎ ভারতের

চিনের বিরোধিতা নস্যাৎ ভারতের

অরুণাচল প্রদেশে ভাইস প্রেসিডেন্ট বেঙ্গাইয়া নাইডুর
সফর নিয়ে চিনের বিরোধিতা নস্যাৎ ভারতের।

মধ্য প্রদেশে বন্ধ বুল স্টেরিলাইজেশন

মধ্য প্রদেশে বন্ধ বুল স্টেরিলাইজেশন

প্রজ্ঞা ঠাকুরের বক্তব্য ছিল, বুল স্টেরিলাইজেশন হলে গোবংশ শেষ হয়ে যাবে। এরপরই মধ্যপ্রদেশে বন্ধ হয়ে গেল বুল স্টেরিলাাইজেশন। ভোপালের সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে এটি "গোবংশ" শেষ করার চেষ্টা ছিল বলে আশঙ্কা করার কয়েক ঘণ্টা পরে মধ্যপ্রদেশে গরু জাতের উন্নতি কর্মসূচির অংশ হিসেবে বিপথগামী ষাঁড়দের জীবাণুমুক্ত করার লক্ষ্যে সরকারি আদেশ প্রত্যাহার করা হয়েছিল।

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ চান্নির

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ চান্নির

পাঞ্জাবে বিএসএফএর অধিনের এলাকা বাড়িয়ে দিল কেন্দ্র। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি হলেন সরব।

English summary
Daily News Update in Bengali on 13 October 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X