For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক কেস ও মৃত্যু কমেছে, তবে হ্রাস পেয়েছে সুস্থতার সংখ্যা, একনজরে রাজ্যের করোনা চিত্র

দৈনিক কেস ও মৃত্যু কমেছে, তবে হ্রাস পেয়েছে সুস্থতার সংখ্যা, একনজরে রাজ্যের করোনা চিত্র

Google Oneindia Bengali News

কিছুটা স্বস্তি মিলল। বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে দেখা গেল বুধবারের তুলনায়। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। বুধবার যা ছিল ৫৩৪–এ। রাজ্যে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছে ৬ জন, এ নিয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৯,৭০২।

কমেছে মৃত্যু

কমেছে মৃত্যু

তবে রাজ্যে করোনায় প্রাণ হারানোর সংখ্যা ক্রমেই কমছে। মঙ্গলবার রাজ্যে ১২ জন প্রাণ হারিয়েছিলেন, বুধবার ৮ জন এবং বৃহস্পতিবার তা ৬ জনে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করোনায় সুস্থ হয়েছেন ৫১৯ জনের বেশি, বুধবার ৫৩৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার একই রয়েছে ৯৮.‌৩৩ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৮ হাজারর ৯৮০ জন। পশ্চিমবঙ্গে মৃত্যুর হার ১.‌২১ শতাংশ।

 রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা

রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ২৮ হাজার ৯৮০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪৩৩ জন। প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যে বড়দিন ও বর্ষবরণের উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও এ রাজ্যে এখনও কোনও বিধি-নিষেধ জারি হয়নি। কলকাতায় এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। বৃহস্পতিবার শহরে মৃত্যু হয়েছে ২ জন করোনা রোগীর। এখনও পর্যন্ত এ শহরে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৫,২৯৮ জন।

 কোন জেলায় দৈনিক কত সংক্রমণ (‌ব্রাকেটে আগের দিনের সংখ্যা)‌

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ (‌ব্রাকেটে আগের দিনের সংখ্যা)‌

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১ (৩), কোচবিহারে ১০ (৮) , দার্জিলিং ১৮ (২১), কালিম্পং ১ (১) , জলপাইগুড়ি ৫ (৭), উত্তর দিনাজপুরে ৩ (১), দক্ষিণ দিনাজপুরে ৩ (২), মালদহ ৪ (১), মুর্শিদাবাদ ১ (২), নদিয়া ৩০ (৩৩), বীরভূম ১০ (১১), পুরুলিয়া ২ (১), বাঁকুড়ায় ৪ (৪), ঝাড়গ্রাম ১ (১), পশ্চিম মেদিনীপুর ১৬ (১৭), পূর্ব মেদিনীপুর ৭ (১০), পূর্ব বর্ধমান ৬ (৭), পশ্চিম বর্ধমান ২০ (১৯), হাওড়া ৩২ (৩১), হুগলিতে ৪০ (৪৫), উত্তর ২৪ পরগনায় ৮৮ (৭৩), দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ (৩২) জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৮৮), দ্বিতীয় নম্বরে হুগলি (৪০), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগণা (৩৬)।

মৃত্যু নেই অধিকাংশ জেলায়

মৃত্যু নেই অধিকাংশ জেলায়


বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরবঙ্গের দার্জিলিং বাদে অন্য জেলাগুলিতে মৃত্যুর কোনও খবর নেই। এদিন দার্জিলিংয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবারের মতো রাজ্যের অধিকাংশ জেলাতেই মৃত্যুর খবর নেই।

 করোনা টেস্ট ও টিকাকরণ

করোনা টেস্ট ও টিকাকরণ

বৃহস্পতিবার রাজ্যজুড়ে ৩৬,২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৩ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ২,১১,৩২,৪৪৪ নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.‌৪২ শতাংশ, বুধবর যা ছিল ১.৪৭ শতাংশ। ২৩ ডিসেম্বর রাজ্যে টিকাকরণ হয়েছে ৪,০৪,৬৫৫ জনের। মোট টিকাকররণ হয়েছে ১০,০৭,৮৪,৭১৭ জনের। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬,৪২,০২,৬৪৭ জন এবং দু'‌টি ডোজ পেয়েছেন ৩,৬৫,৮২,০৭০ জন।


English summary
daily coronavirus update of west bebgal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X