For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদার অনুগামী পোস্টার শুভেন্দুর ‘অরাজনৈতিক’ সভাস্থলে! ফের চড়ল নয়া জল্পনা

শুভেন্দু অধিকারী প্রথম সভা করতে চলেছেন মন্ত্রিত্ব ছাড়ার পর। মহিষাদলে তাই সাজো সাজে রব। তারই মাঝে শুভেন্দুর অরাজনৈতিক ব্যানারে সভাস্থল ছেয়ে গেল দাদার অনুগামী পোস্টার-ব্যানারে। শুভেন্দুর সভার আগে এলাকায় শিবসেনার পতাকা ছেয়ে গিয়েছিল।

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী প্রথম সভা করতে চলেছেন মন্ত্রিত্ব ছাড়ার পর। মহিষাদলে তাই সাজো সাজে রব। তারই মাঝে শুভেন্দুর অরাজনৈতিক ব্যানারে সভাস্থল ছেয়ে গেল দাদার অনুগামী পোস্টার-ব্যানারে। শুভেন্দুর সভার আগে এলাকায় শিবসেনার পতাকা ছেয়ে গিয়েছিল। এখন দেখা যাচ্ছে সেই পতাকা ছাপিয়ে দাদার অনুগামী ব্যানার।

শিবসেনার পতাকার পর দাদার অনুগামী পোস্টার

শিবসেনার পতাকার পর দাদার অনুগামী পোস্টার

শিবসেনার পতাকার পর দাদার অনুগামী পোস্টার-ব্যানার নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এখন শুভেন্দু তাঁর এই অরাজনৈতিক সভা থেকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেনই বা শিবসেনার পতাকা ছেয়ে গেল সভার আগের দিন, আর সভার দিনে ছেয়ে গেল দাদার অনুগামী পোস্টার, তার কোনও উত্তর মেলে কি না শুভেন্দুর বক্তব্য থেকে।

তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্কে ইতি ঘটবে

তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্কে ইতি ঘটবে

শুভেন্দু মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর তাঁর তৃণমূল ত্যাগ এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদও ছেড়ে দিয়েছেন। এখন শুধু রয়েছেন বিধায়ক আর তৃণমূলের প্রাথমিক সদস্য। যে কোনওদিন এই পদকে বাই-বাই করে তিনি তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্কে ইতি ঘটতে পারেন।

শিবসেনার পতাকার পর দাদার অনুগামী পোস্টার, কী লেখা তাতে

শিবসেনার পতাকার পর দাদার অনুগামী পোস্টার, কী লেখা তাতে

এমতাবস্থায় তাঁকে ঘিরে পৃথক রাজনৈতিক সমীকরণ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমে শিবসেনার পতাকা, তারপর দাদার অনুগামী পোস্টারে নয়া সমীকরণের বাতাবরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে যে যাই বলুন, শুভেন্দু এদিন কী বার্তা দেন, তার উপর নির্ভর করবে অনেক কিছু। এদিন হোর্ডিংয়ে লেখা- দাদা পদের পিছনে ছোটে না, পদ দাদার পিছনে ছোটে। আমরা দাদার পাশে আছি, থাকব।

নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে?

নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে?

শনিবার থেকেই মহিষাদলের বিভিন্ন এলাকায় শিবসেনার পতাকা উড়তে দেখা যাচ্ছে। রাস্তার দু-ধার ছেয়ে গিয়েছে শিবসেনার পতাকায়। ফলে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে বলে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, কেন অরাজনৈতিক ব্যানারে সভা অথচ এলাকা ছেয়ে গেল রাজনৈতিক পতাকায়।

মন্ত্রিত্ব ছেড়ে প্রথম অরাজনৈতিক জনসভা শুভেন্দুর

মন্ত্রিত্ব ছেড়ে প্রথম অরাজনৈতিক জনসভা শুভেন্দুর

রবিবার মহিষাদলে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভা। এই স্মরণসভা কোনও রাজনৈতিক ব্যানারে হচ্ছে না। সভা হচ্ছে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে। এই সমিতির সভাপতি শুভেন্দু অধিকারী। শুভেন্দু যেহেতু মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, তিনি কী বলেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সেখানে শিবসেনার পতাকা নতুন করে জল্পনার বাতাবরণ তৈরি করেছে। তারপর দাদার অনুগামী পোস্টারে নয়া জল্পনা।

English summary
Dada’s Followers poster shown in Subhendu Adhikari’s rally stage after Shiv Sena’s flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X