For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় ইয়াসের চোখ স্থলভাগে প্রবেশ করবে কখন? কী বলছে হাওয়া অফিস, কতটা শক্তি নিয়ে চলবে তাণ্ডব

ঘূর্ণিঝড় ইয়াসের চোখ স্থলভাগে প্রবেশ করবে কখন? কী বলছে হাওয়া অফিস, কতটা শক্তি নিয়ে চলবে তাণ্ডব

Google Oneindia Bengali News

গতি বাড়িয়েছে ইয়াস। তাই নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। মনে করা হচ্ছে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের চোখ স্থলভাগে প্রবেশ করবে। সকাল ৮টা থেকে শুরু হবে ইয়াসের ল্যান্ডফল। সেসময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রতিমূহূর্তে ইয়াসের গতিবিধির উপর নজর রাখছেন আবহাওয়া বিদরা।

ভোরে ল্যান্ডফল

ভোরে ল্যান্ডফল

ভোরেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ইয়াস। আর রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। প্রথমে একে আম্ফানের থেকেও শক্তিশালী বলে দাবি করা হয়েছিল। ল্যান্ডফল করার সময় ইয়াসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড়ের গতিবেগ ১২০ থেকে ১৪৫ কিলোমিটার হবে।

ইয়াসের আইন কখন স্থলভূমি ছোঁবে

ইয়াসের আইন কখন স্থলভূমি ছোঁবে

হাওয়া অফিস জানিয়েছে সকাল ১১টা থেকে ল্যান্ডফল হতে শুরু করবে ইয়াসের চোখের। সেটা স্থলভাগে ঢুকবে দুপুর ১টা পর্যন্ত। অর্থাৎ ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চরম গতি থাকবে ইয়াসের। বাংলায় তার ল্যােজর ঝাপটা পড়বে। ওড়িশা হয়ে বাংলা ছুঁয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে ইয়াস। তার জানন দিতে শুরু করেছে ইয়াস। ইতিমধ্যেই বাংলা এবং ওড়িশা উপকূলবর্তী জেলা গুলিতে তীব্র বর্ষণ শুরু হয়ে গিয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।

কলকাতাতে তেমন প্রভাব পড়বে না

কলকাতাতে তেমন প্রভাব পড়বে না

এযাত্রায় হয়তো বেঁচে গেল কলকাতা। হাওয়া অফিস জানিয়েছে। কলকাতায় ইয়াসের দাপট আমফানের মতো হবে না। কলকাতায় ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পাবে। তবে বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে চলবে বর্ষণ। ৯টি জেলায় জারি করা হয়েছে বন্যার সতর্কতা।ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার কারণে একাধিক নদীর জল বাড়তে পারে।

ভরা কোটালের জের

ভরা কোটালের জের

ইয়াসের সঙ্গে সঙ্গে ভরা কোটালের কারণে উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। একাধিক নীচু জায়গা ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে। কলকাতা সহ সুন্দরবন সংলগ্ন এলাকায় ভরা কোটালের জল ঢুকতে শুরু করেছে। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। কলকাতায় প্রস্তুত রাখা হয়েছে পাম্পিং স্টেশনগুলি।

English summary
Cyclone Yaas: Eye of Storm Likely to Pass Between 11am and 1 pm Tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X