For Quick Alerts
For Daily Alerts
‘তিতলি’র ঘূর্ণিপাকে চতুর্থীতেও নাজেহাল বাংলা, খড়গপুরের পর নন্দীগ্রাম লন্ডভন্ড ঝড়ে
শক্তি কমলেও দমেনি 'তিতলি'। 'তিতলি'র দাপট চলছেই। ওড়িশা-অন্ধ্রপ্রদেশের পর 'তিতলি' এখন দাপাচ্ছে বাংলাতে। শক্তি হারিয়েও 'তিতলি'র ঘূর্ণি লন্ডভন্ড করে দিচ্ছে বাংলার বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকাকে। শুক্রবার ঝাড়গ্রাম-খড়গপুরের পর শনিবার সকালে 'তিতলি'র ঘূর্ণি পাক খেয়ে গেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।
