For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন উপকূলে এবার হানা, জানাল হাওয়া অফিস

দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। তার গতিপ্রকৃতি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের দিকে।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। তার গতিপ্রকৃতি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের দিকে। ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে তা আছড়ে পড়তে পারে ভূখণ্ডে। তার জেরে কলকাতার আকাশও থাকবে মেঘে ঢাকা। ফলে ঠান্ডার দফা-রফা। উল্টে উত্তরে হাওয়াকে আটকে রেখে ঘূর্ণাবর্তের জেরে এখন ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতার উপকূলেও।

৯৩০ কিলোমিটার দূরে নিম্নচাপ

৯৩০ কিলোমিটার দূরে নিম্নচাপ

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চেন্নাই থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব সমুদ্রে প্রায় ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। তা ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের জেরে কলকাতা ও বাংলার উপকূলবর্তী জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের অভিমত, এই ঝড়-বৃষ্টিই আবার শীত ফিরিয়ে আনবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত

গত ১২ ডিসেম্বর থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার বিকেল থেকেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এখন তা ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এবার অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে তার ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক।

অন্ধ্র-তামিলনাড়ুতে দুর্যোগের সম্ভাবনা

অন্ধ্র-তামিলনাড়ুতে দুর্যোগের সম্ভাবনা

এর ফলে শনিবার থেকেই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ১৭ তারিখের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। শুক্রবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও প্রভাব

গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও প্রভাব

শুধু অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু নয়, কলকাতা ও পশ্চিমবঙ্গের আকাশেও প্রভাব ফেলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। নিম্নচাপের জেরে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। উত্তরে হাওয়া সেভাবে প্রবেশ করবে না। ফলে শীত আপাতত মারকাটারি ব্যাটিং করতে পারবে না। তবে নিম্পচাপের জেরে বৃষ্টির হাত ধরে ঠান্ডা ফিরবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।

English summary
Cyclone on Bay of Bengal rushes toward Andhra Pradesh coast. The rain and storm can be Ganges district also due to cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X