For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বুলবুলে’র পথ ধরে ধেয়ে আসছে ‘নাকরি’! বাংলার ‘বিপদ’ বঙ্গোপসাগরে প্রবেশ করলেই

‘বুলবুলে’র পর ফের বঙ্গোপসাগরের উপকূলে হানা দিতে পারে আরও এক সুপার সাইক্লোন নাকরি। আপাতত এই ঘূর্ণির অভিমুখ ওড়িশা-অন্ধপ্রদেশ উপকূলের দিকে হলেও যে কোনও মূহূর্তে তা অভিমুখ বদল করে বাংলার দিকে ধেয়ে আসতে প

Google Oneindia Bengali News

'বুলবুলে'র পর ফের বঙ্গোপসাগরের উপকূলে হানা দিতে পারে আরও এক সুপার সাইক্লোন নাকরি। আপাতত এই ঘূর্ণির অভিমুখ ওড়িশা-অন্ধপ্রদেশ উপকূলের দিকে হলেও যে কোনও মূহূর্তে তা অভিমুখ বদল করে বাংলার দিকে ধেয়ে আসতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন আবহবিদরা। আশঙ্কা, 'নাকরি'ও ভয়ঙ্কর রূপ নিতে পারে 'বুলবলে'র মতো।

সুপার সাইক্লোনের রূপ নিতে পারে ‘নাকরি'

সুপার সাইক্লোনের রূপ নিতে পারে ‘নাকরি'

‘বুলবুলে'র পরই বঙ্গোপসাগর অভিমুখে ধেয়ে আসতে শুরু করে ‘নাকরি'। খুব স্বল্প সময়ের ব্যবধানে এই দুই ঝড়ের ফলে অশনি সংকেত দেখে অবহবিদরা। এখন ঘূর্ণিঝড় ‘নাকরি'র বর্তমান অবস্থান মায়ানমার সাগরে। তা যে কোনও সময়ে ফের একবার বঙ্গোপসাগরে উপরে চলে আসতে পারে। তাহলেই শক্তি বাড়িয়ে ফের সুপার সাইক্লোনের রূপ নিতে পারে ‘নাকরি'।

বিপদ বাড়বে ভারতের

বিপদ বাড়বে ভারতের

আবহবিদরা জানিয়েছেন, সেক্ষেত্রে বিপদ বাড়বে ভারতের। বর্তমানে মায়ানমার সাগরে অবস্থান করলেও তাঁর অভিমুখ রয়েছে ওড়িশা-অন্ধ্রপ্রদেশের দিকে। বঙ্গোপসাগরে প্রবেশ করলে তা পশ্চিমবঙ্গের দিকেও ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।

শক্তি বাড়িয়ে তাণ্ডব চালাবে ভারতের বুকে

শক্তি বাড়িয়ে তাণ্ডব চালাবে ভারতের বুকে

এই ‘নাকরি'র প্রভাবে এখন ভিয়েতনাম উপকূলে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এরপর দক্ষিণ তাইল্যান্ড হয়ে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছবে ‘নাকরি'। এই পথ অতিক্রম করতে গিয়ে ‘নাকরি' অনেকটাই শক্তিক্ষয় করে ফেলবে। কিন্তু শক্তি হারানো ‘নাকরি' যদি বঙ্গোপসাগরে প্রবেশ করে, তাহলেই ফের শক্তি বাড়িয়ে তাণ্ডব চালাবে ভারতের বুকে।

বঙ্গোপসাগরে বাসা বেঁধেছিল ‘বুলবুল'

বঙ্গোপসাগরে বাসা বেঁধেছিল ‘বুলবুল'

ক-দিন আগেই বঙ্গোপসাগরে বাসা বাঁধা ‘বুলবুল' পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে। টানা তিন-চারঘণ্টা ধরে তাণ্ডব চালায় এপার ও ওপার বাংলার সমুদ্র উপকূলে। তবে সুন্দরবনের জন্য ‘বুলবুল' সাংঘাতিক হয়ে উঠতে পারেনি। সুন্দরবনের ম্যানগ্রোভ ‘বুলবুলে'র শক্তিকে হ্রাস করে দেয়।

‘বুলবুলে'র মতো ‘নাকরি'ও

‘বুলবুলে'র মতো ‘নাকরি'ও

আবহবিদরা জানিয়েছেন, ‘বুলবুল' সৃষ্টি হয়েছিল ‘মাতমো' নামে একটি ঘূর্ণাবর্ত থেকে। দক্ষিণ চিন সাগরে সৃষ্টি হয়েছিল মাতমো। এখন ‘নাকরি'র অবস্থানও দক্ষিণ চিন সাগরে। তা ক্রমশও বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। এখন বঙ্গোপসাগরে প্রবেশের আগেই এই ঝড়ের ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, নাকি বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করে আবারও ‘বুলবুলে'র মতো অন্য নাম নিয়ে হানা দেয় ভারতের উপকূলে, তা-ই দেখার।

English summary
Cyclone ‘Nakri’ can rush toward Bengal according ‘Bulbul’s way. This ‘Nakri’ can increase danger if this enters in Bay of Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X