For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cyclone Jawad Update: শনিবার শুরু তাণ্ডব, ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে খুঁটিনাটি আপডেট জানুন একনজরে

  • |
Google Oneindia Bengali News

শীতের প্রাক্কালে বর্ষা পরবর্তী সময় বৃষ্টি একের পর এক ইনিংস খেলে চলেছে। ফের একবার নতুন করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার দিনই তা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার কথা। এর রেশ টের পাওয়া যাবে পশ্চিমবঙ্গেও। বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। উপকূলে আছড়ে পড়ার পর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলায়।

কী বলছে হাওয়া অফিস

কী বলছে হাওয়া অফিস

ভারতীয় মৌসম বিভাগের আপডেট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। ২০২১ সালে এটি পঞ্চম ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব।

শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদ

শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদ

ঘূর্ণিঝড় জাওয়াদ অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ওড়িশা উপকূলেও তার মারাত্মক প্রভাব দেখা যাবে। এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড় জাওয়াদের তাণ্ডব লক্ষ‍্য করা যাবে।

বাংলায় ভারী বৃষ্টি

বাংলায় ভারী বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে হাওয়া অফিস ঘোষণা করেছে।

সতর্কতা জারি

সতর্কতা জারি

ঘূর্ণিঝড়ের গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঘণ্টায়। আগামী ২৪ ঘন্টা এর প্রভাব লক্ষ্য করা যাবে। এই ঘূর্ণিঝড়ের কারণে গাঙ্গেয় বঙ্গের বেশ কিছু এলাকায় কমলা সর্তকতা জারি হয়েছে। অন্যদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকায় লাল সর্তকতা জারি হয়েছে। গঞ্জম, জগৎসিংপুর, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এবং ভাইজ্যাগের মতো এলাকায় সর্তকতা জারি হয়েছে।

মৎস্যজীবীদের সতর্কতা

মৎস্যজীবীদের সতর্কতা

মৎস্যজীবীদের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বারবার সতর্কতামূলক প্রচার করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রবিবার পর্যন্ত এই বিধি-নিষেধ থাকবে। যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তাদের ইতিমধ্যে ফেরত আসার কথা বলা হয়েছে।

 তৈরি সরকার

তৈরি সরকার

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উপকূলবর্তী এলাকায় বন্যার সমস্যা দেখা দিতে পারে। বহু নিচু এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হবে বলে ইতিমধ্যে সব কটি রাজ্য সরকার প্রয়োজনমতো ব্যবস্থা নিয়েছে। ত্রাণ শিবির থেকে শুরু করে শুকনো খাবার তৈরি রাখা সবই করা হয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকায় অনেক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রভাব চলবে আগামী কয়েকদিন

প্রভাব চলবে আগামী কয়েকদিন

ঘূর্ণিঝড় জামাতের প্রভাবে রবিবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত চলবে সোমবার থেকে এই বৃষ্টিপাতের অভিমুখ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে ঘুরে যাবে' এবং যার ফলে আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

English summary
Cyclone Jawad Updates: Odisha, Andhra Pradesh And West Bengal To Be Affected, What We Know So Far, latest news & updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X