For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আয়লার’ পর রক্তচক্ষু দেখাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ও! দুর্যোগে ছাড় পাচ্ছে না কলকাতাও

সুন্দরবন অভিমুখে ধেয়ে আসা শক্তিশালী সাইক্লোন ‘বুলবুলে’র তাণ্ডব থেকে ছাড় পাচ্ছে না কলকাতাও। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের ঘনঘটা তৈরি হয়েছে ‘বুলবুলে’র জেরে।

Google Oneindia Bengali News

সুন্দরবন অভিমুখে ধেয়ে আসা শক্তিশালী সাইক্লোন 'বুলবুলে'র তাণ্ডব থেকে ছাড় পাচ্ছে না শহর কলকাতাও। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের ঘনঘটা তৈরি হয়েছে 'বুলবুলে'র জেরে। কলকাতার উপর দিয়েও বয়ে যাবে ঝড়। সবথেকে আশঙ্কার 'বুলবুল' আছড়ে পড়ার পর প্রায় ১২ ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে স্থলভাগে।

‘বুলবুলে’র নিশানায় কলকাতাও

‘বুলবুলে’র নিশানায় কলকাতাও

আবহবিদ সুজীব কর জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল' বাংলার সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এরপর দুই ২৪ পরগনা ও কলকাতা হয়ে হাওড়া-হুগলি নদিয়া দিয়ে বাংলাদেশের দিকে বয়ে যাবে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর তা শক্তি হারাবে।

রবিবার দুপুরে কলকাতায় তাণ্ডব

রবিবার দুপুরে কলকাতায় তাণ্ডব

তাঁর কথায়, রবিবার দুপুরে কলকাতায় পৌঁছবে ঘূর্ণিঝড় ‘বুলবুল'। তার গতিবেগ তখন থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার পর এতটাই শম্বুক গতিতে এগোবে যে প্রায় ১২ ঘণ্টা তা তাণ্ডব চালাবে। তার জেরে কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় ক্ষতির আশঙ্কা থাকছে।

ঘূর্ণিঝড় বুলবুল আরও শক্তিধর

ঘূর্ণিঝড় বুলবুল আরও শক্তিধর

আলিপুর হাওয়া ইফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, বর্তমানে বাংলার উপকূল থেকে মাত্র ৫৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘বুলবুল'। ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। শেষ খবর পাওয়া পর্যন্ত আবহবিদরা জানিয়েছেন, ‘বুলবুল' ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। তারপর তা ঘুরে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের দিকে।

‘আয়লা’র স্মৃতি ‘বুলবলে’র আগমনে

‘আয়লা’র স্মৃতি ‘বুলবলে’র আগমনে

‘বুলবলে'র জেরে সতর্কতা জারি হয়েছে বাংলার জেলায় জেলায়। সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের মনে ফুটে উঠেছে আয়লার স্মৃতি। ‘বুলবুল'ও আয়লার রূপ নিতে পারে, এমনই আতঙ্ক গ্রাস করেছে তাঁদের। আবহবিদরাও এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। কেননা দীর্ঘসময় স্থলভাগে অবস্থান করবে বুলবুল।

উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও অতিভারী বৃষ্টি

উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও অতিভারী বৃষ্টি

‘বুলবুলে'র জেরে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও অতিভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকই বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আকাশের মুখ ভার। আবহাওয়া অফিসের খবর, শনিবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও সারাদিন বৃষ্টি চলবে। ঝড়ও বিধ্বংসী রূপ নেবে উপকূল অঞ্চলে।

যেসব জেলায় রেড অ্যালার্ট জারি

যেসব জেলায় রেড অ্যালার্ট জারি

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর অন্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের সত্বর ফিরে আসার বার্তা দিয়েছেন আবহবিদরা।

সমুদ্র-উপকূলে সতর্কতা জারি

সমুদ্র-উপকূলে সতর্কতা জারি

দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, বকখালি প্রভৃতি সমুদ্র-উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রাজ্যের তরফে কন্ট্রোল রূম খোলা হয়েছে। তৈরি করা হয়েছে ফ্লাড সেন্টার। অবিলম্বে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে বাসিন্দাদের।

সুপার সাইক্লোনে পরিণত 'বুলবুল’! ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে বাংলার উপকূলেসুপার সাইক্লোনে পরিণত 'বুলবুল’! ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে বাংলার উপকূলে

বুলবুল-এর জেরে বন্যা পরিস্থিতি রাজ্যে? কী বলছে আবহওয়া দফতরবুলবুল-এর জেরে বন্যা পরিস্থিতি রাজ্যে? কী বলছে আবহওয়া দফতর

English summary
Cyclone ‘Bulbul’ can affect on city Kolkata after hit on Bengal coast. Cyclone now creates the memory of Cyclone Aila in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X