Weather update: অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে অশনি, রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা জেনে নিন
অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। সরাসরি রাজ্যের উপরে প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে রাজ্যের ৮ জেলায় বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ উত্তর ২৪ পরগনায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি চলছে শহরে। গতকাল থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে গতকাল থেকেই।


অন্ধ্রের দিকে এগোচ্ছে অশনি
এবার ক্রমশ অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে অশনি। গতকাল েথকেই তার প্রভাব পড়তে শুরু করেছিল রাজ্যে। কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় শুরু হয়েছিল বৃষ্টি। গতকাল রাতে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। অশনি মোকাবিলায় প্রস্তুত রাজ্য প্রশাসন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ১১ তারিখ থেকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে অশনি। অন্ধ্র উপকূলের দিকে যত এগোবে তত দুর্বল হবে ঘূর্ণিঝড়। কিন্তু ১১ তারিখেও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

৮ জেলায় বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া জেলায় বৃষ্টি হবে আজ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই জেলা গুলিতে। সকাল থেকেই কলকাতা এবং উত্তর ২৪ পরগনার একাধিক জেলায় বৃষ্টি হয়েছে দু এক পশলা। তারপরে আবার রোদ উঠলেও। আকাশে মেঘ রয়েছে। ইতিমধ্যেই এই জেলার প্রশাসিনক আধিকারীকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তাল সমুদ্র
মছলিপত্তনমে কাছে আছড়ে পড়ার কথা অশনির। সেই দিকে যত এগোবে ঘূর্ণিঝড় তত দুর্বল হতে শুরু করবে। তবে সমুদ্র আগামিকাল পর্যন্ত উত্তাল থাকবে। সেকারণে দিঘা, মন্দারমনি সহ পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র গুলিতে মাইকে করে সতর্ক করা হচ্ছে। পর্যটকদের এই কয়েকটা দিন সমুদ্র স্নান থেকে এবং সমুদ্রের পাড় এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
১২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহায়ার উন্নতির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরেই বষ্টি হচ্ছে। আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহায়া দফতর। আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহায়া দফতর।