For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান মোকাবিলায় টোলফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু কলকাতা পুলিশের, বিস্তারিত জানুন

Google Oneindia Bengali News

আম্ফান মোকাবিলায় কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম । আজ সকাল 8 টা থেকে খোলা হয়েছে এই কন্ট্রোল রুম কলকাতাবাসী যে কোনও বিপদে পড়লে যোগাযোগ করতে পারে ০৩৩-২২১৪৩০২৪/১৩১০/৩২৩০ এই তিনটি নম্বরে। পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে একটি হোয়াটস-অ্যাপ নম্বর। সেই নম্বরটি হল ৯৪৩২৬২৪৩৬৫। এছাড়া রাজ্য প্রশাসনের হেল্পলাইন নম্বরগুলি তো আছেই।

রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর

রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর

আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । নম্বর দুটি হল ২২১৪১৯৯৫, ২২১৪২৫২৬। পাশাপাশি রাজ্য সরকারের টোল-ফ্রি নম্বর ১০৭০-কেও কাজে লাগানো হচ্ছে আমফান মোকাবিলায়।

সব মিলিয়ে মোট ৬০টি নম্বর চালু

সব মিলিয়ে মোট ৬০টি নম্বর চালু

সব মিলিয়ে মোট ৬০টি নম্বর চালু আছে। নবান্নের কন্ট্রোলরুম থেকে আমফান পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতায় হানা দিয়েছে আম্ফান। ওড়িশার উপকূলবর্তী এলাকার বিভিন্ন জায়গায় হচ্ছে প্রবল ঝড়-বৃষ্টি। জানা গিয়েছে, কলকাতাসহ রাজ্যের ৭ জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভেঙে পড়েছে একাধিক বাড়ি

ভেঙে পড়েছে একাধিক বাড়ি

এদিকে আম্ফানের জেরে কলকাতার গার্ডেন রিচ সহ একাধিক স্থানে বাড়ি ভেঙে পড়ল। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছও। শহরময় এখন তাণ্ডব চলছে আম্ফানের। ধড়ের দাপটে এন্টালিতেও ভেঙে পড়েছে দুটি বাড়ি। বিপজ্জনক অবস্থায় রয়েছে আরও দুটো বাড়ি। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খবর নিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম।

সকাল থেকেই শুরু হয়েছিল মাইকিং

সকাল থেকেই শুরু হয়েছিল মাইকিং

কলকাতা পুলিশের তরফে সকাল থেকেই শুরু হয়ে গেছে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার। পাশাপাশি তৈরি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। রিভার ট্রাফিক পুলিশ সক্রিয় রয়েছে গঙ্গায়। গঙ্গারঘাট গুলিতে চালানো হচ্ছে নজরদারি। প্রবল জলোচ্ছ্বালের সম্ভাবনা থাকায় কাউকে গঙ্গায় নামতে দেওয়া হবে না বলে আগেই জানানো হয়েছিল।

কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ

কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ

লালবাজারের তরফের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় কোনও গাছ পড়লে যত দ্রুত সম্ভব সেটি সরিয়ে ফেলতে হবে। এ বিষয়ে কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরবাসীকে অনুরোধ করেছেন, দুর্যোগের সময়ে প্রত্যেককে বাড়িতে থাকতে।

English summary
Cyclone Amphan weather updates in Bengali, kolkata police toll free and whatsapp number for amphan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X