For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও দুর্ভোগ পরিযায়ী শ্রমিকদের কপালে! আম্ফানের জেরে বিভিন্ন শাখায় বন্ধ স্পেশাল ও শ্রমিক ট্রেন

Google Oneindia Bengali News

আম্ফানের মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা রেলের তরফে। বাতিল করা হল হাওড়া-নিউ দিল্লি স্পেশাল এক্সপ্রেস। লকডাউন চলাকালীন এমনিতেই রেল পরিষেবা বন্ধ। একান্ত জরুরি কাজের ভিত্তিতে মানুষের যাতায়াতের জন্য রেলের তরফে শুরু করা হয়েছিল হাওড়া- নিউ দিল্লি এক্সপ্রেস। তবে বন্ধ রাখা হল সেই ট্রেনের যাত্রা।

এই বিষয়ে কী বলছে রেল কর্তৃপক্ষ?

এই বিষয়ে কী বলছে রেল কর্তৃপক্ষ?

তিনটি রাজ্য থেকে দেশের রাজধানী পর্যন্ত একমাত্র ট্রেন । সেই ট্রেন যাতে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা না ঘটে তার জন্য বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, ট্রেন বাতিলের ব্যাপারে ইতিমধ্যেই জানানো হয়েছে হাওড়া, আসানসোল, মালদা এবং শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের। এ বিষয়ে হাওড়া ডিভিশনের ডিআরএম ইশাক খান জানান, সাইক্লোন এর সময় দুর্ঘটনা থেকে বাঁচতেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

আম্ফানের আতঙ্কে উপকূলবর্তী এলাকায় চলবে না ট্রেন

আম্ফানের আতঙ্কে উপকূলবর্তী এলাকায় চলবে না ট্রেন

এদিকে সুপার সাইক্লোন আম্ফানের আতঙ্কে উপকূলবর্তী এলাকা দিয়ে চলা শ্রমিক ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হিয়েছে বৃষ্টি। আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান।

বন্ধ হতে পারে মালগাড়ির চলাচল

বন্ধ হতে পারে মালগাড়ির চলাচল

রেলের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে কোনও শ্রমিক স্পেশাল ট্রেন ওই ডিভিশনে নেওয়া হবে না। প্রয়োজনে মালগাড়ির চলাচল বন্ধ রাখা হবে। পাশাপাশি প্রতি মুহূর্তে জলস্তর ও ঝড়ের গতিমুখের দিকে নজর রাখা হয়েছে। নদী ব্রিজগুলির উপর সর্বদা নজর রেখেছে কর্মীরা। রিলিফ ট্রেন রাখা রয়েছে বিপদের আশঙ্কা থাকে স্টেশনগুলিতে।

ইতিমধ্যেই ওড়িশাতে মৃত এক শিশু

ইতিমধ্যেই ওড়িশাতে মৃত এক শিশু

এদিকে ওড়িশার ভদ্রক জেলা ও বাংলাদেশে ইতিমধ্যেই আম্ফানের জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরই মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) প্রধান এস এন প্রধান জানান, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিপদসংকুল এলাকা থেকে প্রায় ৪.৫ লক্ষ মানুষকে সরানো হয়েছে।

আম্ফান তাণ্ডবে লন্ডভন্ড দীঘা, বাংলায় ঢুকে পড়ল সুপার সাইক্লোন, দেখুন ভিডিও

English summary
Cyclone Amphan weather updates in Bengali, indian railways stops service of special and shramik trains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X