For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের জেরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পরপর ভেঙে পড়ল বাড়ি, জারি তাণ্ডব! দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

আম্ফানের জেরে কলকাতার গার্ডেন রিচ সহ একাধিক স্থানে বাড়ি ভেঙে পড়ল। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছও। শহরময় এখন তাণ্ডব চলছে আম্ফানের। ধড়ের দাপটে এন্টালিতেও ভেঙে পড়েছে দুটি বাড়ি। বিপজ্জনক অবস্থায় রয়েছে আরও দুটো বাড়ি। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খবর নিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। এদিকে উত্তর ২৪ পরগনায় ভাঙল ৫০০০-র বেশি কাঁচা বাড়ি, ইছামতীর বাঁধ ভেঙে জল ঢুকছে।

কলকাতা জুড়ে তাণ্ডব

কলকাতা জুড়ে তাণ্ডব

আম্ফানের দাপটে তছনছ সল্টলেক৷ ঝড়ের দাপটে সল্টলেক এবি, এসি মার্কেটের কাছে ভেঙে পড়ল গাছ। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের কাছে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেল রাস্তা। ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার আগেই নিউটাউন জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল হিডকো এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে।

কড়া নজরদারি নিউটাউনে

কড়া নজরদারি নিউটাউনে

এদিকে নিউটাউন বিশ্ব বাংলা গেটের চারপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। বিশ্ব বাংলা গেটের চারপাশে প্রায় ৩০০ মিটার দূর দিয়ে সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিউটাউনের গৌরাঙ্গনগর, সুলংগুড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে নিউটাউন থানার তরফ থেকে।

সকাল থেকেই শুরু হয়েছিল মাইকিং

কলকাতা পুলিশের তরফে সকাল থেকেই শুরু হয়েছিল মাইক নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার। পাশাপাশি তৈরি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। রিভার ট্রাফিক পুলিশ সক্রিয় রয়েছে গঙ্গায়। গঙ্গারঘাট গুলিতে চালানো হচ্ছে নজরদারি। প্রবল জলোচ্ছ্বালের সম্ভাবনা থাকায় কাউকে গঙ্গায় নামতে দেওয়া হবে না বলে আগেই জানানো হয়েছিল।

লালবাজারের তরফে নির্দেশ

লালবাজারের তরফে নির্দেশ

লালবাজারের তরফের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় কোনও গাছ পড়লে যত দ্রুত সম্ভব সেটি সরিয়ে ফেলতে হবে। এ বিষয়ে কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরবাসীকে অনুরোধ করেছেন, দুর্যোগের সময়ে প্রত্যেককে বাড়িতে থাকতে।

English summary
Cyclone Amphan weather updates in Bengali, houses collapse in kolkata due to force of super cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X