For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগরে ফুঁসতে শুরু করেছে 'সাইক্লোন আম্ফান'! বিপর্যয় আছড়ে পড়ার 'সময়' জানিয়ে সতর্কতা হাওয়া অফিসের

  • |
Google Oneindia Bengali News

একদিকে করোনা ভাইরাস ঘিরে চরম বিপত্তি, অন্যদিকে প্রবল বিপর্যয়ের আশঙ্কা আবহাওয়ার ক্ষেত্রে। দুর্যোগের জোড়া ফলা নিয়ে এবার পশ্চিমবঙ্গ মুখোমুখি হতে চলেছে নয়া চ্যালেঞ্জের। আইএমডি ইতিমধ্যেই সাইক্লোন আম্ফানের সতর্কতা জারি করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক তার দিনক্ষণ ,সময়।

 শুক্রবার থেকেই কাউন্টডাউন!

শুক্রবার থেকেই কাউন্টডাউন!

শুক্রবার থেকেই নিম্নচাপরূরে মধ্য বঙ্গোপোসাগরে অবস্থান করতে শুরু করেছে সাইক্লোন আম্ফান। ২৪ ঘণ্টা পার হলেই শনিবার থেকে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। এরপরই রয়েছে তাণ্ডবের আশঙ্কা।

ঝড়ের অভিমুখ কোনদিকে?

ঝড়ের অভিমুখ কোনদিকে?

প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে ঝড়ের অভিমুখ উত্তর পশ্চিমদিকে হবে। পরবর্তীকালে এই অভিমুখ দিক পরিবর্তন করতে পারে। সেই সময় এটি উত্তর ও উত্তরপূর্ব দিকে যেতে পারে বলে আশঙ্কা।

 আইএমডির পূর্বাভাস

আইএমডির পূর্বাভাস

১৬ মে বিকেল থেকে ক্রমেই সাগরে নিজের দানবীয় আকার ধারণ করতে পারে সাইক্লোন আম্ফান। বঙ্গোপসাগরে সে আপাতত ফুঁসছে। ক্রমেই সে শক্তি সঞ্চয় করে ১৬ মে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ভারতের উপকূলের দিক থেকে তাণ্ডব শুরু করে দিতে পারে।

পশ্চিমবঙ্গে প্রভাব কবে ?

পশ্চিমবঙ্গে প্রভাব কবে ?

আবহাওয়াবিদদের ধারণা, আগামী সোমবার থেকে আম্ফানের প্রভাব অনুভূত হবে রাজ্যে। সোমবার থেকেই বাংলার আবহাওয়া পাল্টে যেতে থাকবে। এবিষয়ে পশ্চিমবঙ্গের মৎসজীবীদের সতর্ক করা হচ্ছে। কারণ ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল হতে পারে।

 কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?

কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৯ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত হতে পারে ৭০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে প্রবল হাওয়া বইতে পারে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুরে।

<strong>পরিযায়ী শ্রমিক দরদী মমতাকে চেনা ছকে বিঁধলেন রেলমন্ত্রী! এবার শ্রমিক ট্রেন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত</strong>পরিযায়ী শ্রমিক দরদী মমতাকে চেনা ছকে বিঁধলেন রেলমন্ত্রী! এবার শ্রমিক ট্রেন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত

English summary
Cyclone Amphan to hit this weekend, know weather report of 15 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X