For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান পরবর্তী বাংলা পরিদর্শনে মোদী! মমতার বিরোধী শিবিরের বৈঠকের দিন প্রধানমন্ত্রীর সফর

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি নিয়ে বিরোধী শিবিরের সর্বদলীয় বৈঠক রয়েছে ২২ মে। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনের মাঝেই সচিবদের বলেন 'কাল তো আমায় পাবেনা তখন. .. মিটিং আছে..'। পাশাপাশি ওই সাংবাদিক সম্মেলন থেকেই প্রধানমন্ত্রীকে আহ্বান জানান রাজ্যে আসতে।

প্রধানমন্ত্রীর সফর

প্রধানমন্ত্রীর সফর

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আজ শুক্রবার রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আম্ফানে বাংলার বিধ্বস্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই আজ বাংলায় পা রাখার কথা তাঁর। পাশাপাশি তিনি এদিন ওড়িশার পরিস্থিতিও দেখতে যাবেন।

 মুখ্যমন্ত্রীর আগেই প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীর আগেই প্রধানমন্ত্রী

শনিবার উত্তর ২৪ পরগনার পরিস্থিতি দেখতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মমতার কথায় ' দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে।' তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একক সফরের আগেই এদিন মোদী রাজ্য সফরে এসে পরিস্থিতি নিয়ে পরিচর্চা করতে চলেছেন।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং

মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং

এদিন ২২ মে সমস্ত সরকার বিরোধী দলের বৈঠক রয়েছে। ঐর সেই দিনই মোদীর রাজ্য সফর নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিন মোদীর সফরসূচি রাজনীতির অলিন্দে অন্যতম মাস্টারস্ট্রোক বলেও ধারণা অনেকের। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে নিয়েই এদিন প্রধানমন্ত্রী বাংলার বিভিন্ন জায়গা পরিদর্শন করতে চলেছেন।

 গুরুত্বপূর্ণ সফর

গুরুত্বপূর্ণ সফর

করোনার জেরে হোলি উৎসব থেকেই কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মোদী। সেভাবে গত ২ মাসে একটি রাজ্য সফর নেই তাঁর। আর সেই আবহ কাটিয়ে বাংলার পরিস্থিতি পর্যালোচনা করতে মোদীর প্রথম রাজ্য সফরটিই শুরু হচ্ছে আম্ফানের জেরে ওড়িশা, বাংলা দিয়ে। মোট ৮৩ দিন বাদে কোনও রাজ্য সফরে আসছেন মোদী। ফলে সেদিক দিয়েও আজকের সফর বেশ গুরুত্বপূর্ণ ।

আম্ফানের মারণ গ্রাস: জমা জলে ভেসে যাচ্ছে মৃতদেহ, বাংলা যেন মৃত্যুপুরী আম্ফানের মারণ গ্রাস: জমা জলে ভেসে যাচ্ছে মৃতদেহ, বাংলা যেন মৃত্যুপুরী

English summary
Cyclone Amphan devastation, Modi to visit West Bengal , odisha 22 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X