For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুপার সাইক্লোনের ' স্মৃতি নিয়ে 'আম্ফান' এর আতঙ্কে ভুগছে বাংলা, ওড়িশা! সতর্কতায় কী জানাল কেন্দ্র

বাংলায় ১৮৫ কি.মি. প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়বে 'আম্ফান'! সতর্ক করে কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

যতই সময় এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে ঘূর্ণিঝড় আম্ফানের শক্তি। আর এই সাইক্লোনের হাত ধরে ২১ বছর পূর্বের পুরনো স্মৃতি ফের একবার আতঙ্কে রাখছে বাংলা ও ওড়িশার মানুষকে। ফের একবার ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের স্মৃতি ফিরে আসছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মানুষের কাছে। এদিকে, এই পরিস্থিতিতে সতর্কবার্তা এসেছে কেন্দ্রের তরফে।

 স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা

স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সোমবার সকালে মধ্য বঙ্গপোসাগরে ফুঁসে উঠতে শুরু করে ঘূর্ণিঝড় আম্ফান। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বেগে আছড়ে পড়বে। যার জেরে কেন্দ্রের তরফে দুই রাজ্যের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

 গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়

গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়

প্রথমের দিকে মনে করা হচ্ছিল সেভাবে শক্তি সঞ্চয় করতে পারবে না সাইক্লোন আম্ফান। তবে এদিন আইএমডির তরফে জানিয়ে দেওয়া হয়েছে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে সাইক্লোন আম্ফান। এর বিধ্বংসী মেজাজ একাধিক ক্ষয় ক্ষতি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 বাংলা সহ ৫ রাজ্যে সতর্কতা

বাংলা সহ ৫ রাজ্যে সতর্কতা

বাংলা সহ দেশের ৫ টি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। ২১ মে পর্যবন্ত আম্ফানের সতর্কতা জারি হয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয়, অসমেও। কারণ ঝড়ের গতিবিধি বাংলাদেশের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 প্রধানমন্ত্রীর দফতের উচ্চ পর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রীর দফতের উচ্চ পর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রীর দফতরে এদিন সাইক্লোন আম্ফান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ হাজির রয়েছেন জাতীয় বিপর্য মোকাবিলা বাহিনীর প্রধান। রয়েছেন স্বরাষ্ট্র সচিব অজিয় বল্লাও।

 পশ্চিমবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট

পশ্চিমবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট

'বুলবুল', 'আয়লা'র মতো ধ্বংসাত্মক সাইক্লোনের স্মৃতি বুকে নিয়ে পশ্চিমবঙ্গ প্রহর গুনছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট
জারি হয়েছে। বুধবার থেকে রাজ্যে আম্ফানের জেরে প্রবল ঝড় দেখা দিতে পারে বলে আশঙ্কা।

তৃণমূল-সিপিএমের 'দোস্তি’ নিয়ে জমজমাট তরজা, ভোটযুদ্ধে বিজেপির হাতে নয়া অস্ত্রতৃণমূল-সিপিএমের 'দোস্তি’ নিয়ে জমজমাট তরজা, ভোটযুদ্ধে বিজেপির হাতে নয়া অস্ত্র

English summary
Cyclone Amphan alert in West Bengal ,Odisha issues by MHA, details in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X