For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবীন্দ্রভারতীর ঘটনায় সাইবার ক্রাইমে ব্যবস্থা নেবে রাজ্য, জানালেন পার্থ

রবীন্দ্রভারতীর ঘটনায় সাইবার ক্রাইমে ব্যবস্থা নেবে রাজ্য, জানালেন পার্থ

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

রবীন্দ্রভারতীতে রবীন্দ্রনাথকে নিয়ে যারা বসন্ত উৎসবের নামে অশ্লীল উৎসব করছে, তাদের কি বলবো আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সাথে কথা বলেছি। খুব লজ্জাজনক কিছু বলার নেই। বাংলাকে কালিমা লিপ্ত করছে। এমনটাই বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি এমন কোনো উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবেন সেটা হবেনা। সাইবার ক্রাইমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্রভারতীর ঘটনায় সাইবার ক্রাইমে ব্যবস্থা নেবে রাজ্য, জানালেন পার্থ

পার্থ বলেন, প্রেসিডেন্সিতে যে আন্দোলন করছে এটা সমর্থনযোগ্য নয়। ছাত্রীদের অভিযোগ থাকলে জানাক, কিন্তু রাস্তা অবরোধ করে মানুষকে বিপাকে ফেলে দিয়ে আন্দোলন মানা যায়না। দাবি থাকলে কর্তৃপক্ষকে বলুক, না মানলে আমাকে জানাক। কিন্তু এটা মানা যায় না। দরকার পড়লে আমার কাছে এসে জানাক। এরা কারা আমি জানিনা ,যে হোক দাবি গুলো কি, সেগুলো জানাক।

শিক্ষামন্ত্রী বলেন, আগে হস্টেল নিয়ে বলেছিল সেটা করে দেওয়া হয়েছে। কি চাইছে সেটা আগে জানাক। ক্যান্টিন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ আছে, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ কে বিপাকে ফেলবে সেটা মানা যায়না। রাজ্যপাল নিয়ে আমি কিছু বলবোনা ,উনি প্রচারপাল । প্রতিদিন ওনাকে নিয়ে বলতে পারবোনা। উনি যা যা বলছেন তা পুরনো।

English summary
Cyber crime to take action in Rabindra Bharati incident says Partha Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X