For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটের আগে ফের জেগে উঠল কাটমানি ইস্যু, কাউন্সিলরের নামে পোস্টার শহরে

পুরভোটের আগে ফের জেগে উঠল কাটমানি ইস্যু, কাউন্সিলরের নামে পোস্টার শহরে

Google Oneindia Bengali News

শিয়রে পুরসভা ভোট। তার আগে ফের কাটমানি পোস্টার পড়ল শহর কলকাতায়। ৫০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দে-র নামে পড়েছে হোর্ডিং। শুধু কাটমানি নয় তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব চেয়ে হোর্ডিং দেওয়া হয়েছে মৌলালি মোড়ে।

জেগে উঠল কাটমানি বিতর্ক

জেগে উঠল কাটমানি বিতর্ক

তৃণমূল কাউন্সিলর মৌসুমী দের- বিরুদ্ধে কাটমানি নেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে হোর্ডিং পড়েছে মৌলালি মোড়ে। সেখানে মৌসুমী দে-র ছবির পাশে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে। সেন্ট পলস স্কুলের নিরাপত্তা রক্ষীর মেয়ে মৌসুমী দে কাউন্সিলর হওয়ার পর ১০ বছরে সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। নিজের ওয়ার্ডের একাধিক বাড়ি নিজের দখলে করার অভিযোগ করা হয়েছে হোর্ডিংয়ে। এমনকী মন্দারমনিতেও বেনামে একাধিক সম্পত্তি করেছেন তৃণমূল কাউন্সিলর এমনও অভিযোগ লেখা হয়েছে হোর্ডিংয়ে।

স্বচ্ছতা বজায় রাখার বার্তা

স্বচ্ছতা বজায় রাখার বার্তা

কয়েকদিন আগেই তৃণমূল ভবনে কাউন্সিলরদের ক্লাস নিয়েছেন পিকে স্যার। সেখানে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের রীতিমত কড়া বার্তা দিয়ে বলেছিলেন স্বচ্ছতা আর জনসংয়োগই শেষ কথা। দলনেত্রী স্বচ্ছতার ভাবমূর্তিতে কোনও ভাবেই ব্যঘাত ঘটানো যাবে না। প্রয়োজনে এলাকার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলেছিলে তিনি।

কাটমানি নিয়ে সতর্ক মমতা

কাটমানি নিয়ে সতর্ক মমতা

লোকসভা ভোটের পরেই কাটমানি নিয়ে দলের নেতাদের সতর্ক করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সব নেতাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এমনকী কাটমানি নিয়ে অভিযোগ জানতে নবান্নে হেল্পলাইন পর্যন্ত খুলেছিলেন মুখ্যমন্ত্রী। এই নিতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এমনকী লোকসভা অধিবেশনেও কাটমানি ইস্যুতে সরব হয়েছিলেন রাজ্যের বিজেপি সাংসদরা। পুরসভা ভোটের আগে নতুন করে কাটমানি ইস্যু জেগে ওঠায় তৃণমূল শিবিরে উদ্বেগ বেড়েছে।

হাসপাতালে প্রাণ গেল আরও ৬ জনের, দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্য়া বেড়ে ৫৩হাসপাতালে প্রাণ গেল আরও ৬ জনের, দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্য়া বেড়ে ৫৩

English summary
Cutmoney poster against councillor in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X