বিজেপিকে কর্মীদের কীভাবে ঠেকাবেন, ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষের
নয়া মন্তব্যের জেরে ফের বিতর্কে কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় পথসভায় তিনি বিজেপিকে লাঠিপেটা করার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বিজেপি কর্মীদের এক কান কেটে নিতেও বলেছেন তিনি। এদিকে মন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।

বিজেপিকে ভোট নিয়ে প্রশ্ন
রাস্তাঘাটে এত উন্নয়ন হলেও, বিজেপিকে কেন এত ভোট, প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় একপথসভায় তাঁকে এই প্রশ্ন করতে শোনা যায়।

বিজেপিকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য
এই বক্তব্যের মধ্যেই তিনি বিজেপি কর্নমীদের আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি কর্মীদের এক কান যদি দলের কর্মীরা (তৃণমূল) কেটে নেন, তাহলে পরেরবার আর আসবে না বিজেপি। পাশাপাশি বিজেপিকে লাঠিপেটা করার হুঁশিয়ারিও দেন তিনি।

এসডিপিওকে নপুংশক বলেছিলেন তিনি
এর আগেও তাঁকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। সপ্তাহ খানেক আগেই তুফানগঞ্জে শাসক বিরোধী সংঘর্ষ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তিনি তুফানগঞ্জের এসডিপিও-সহ অন্য পুলিশ আধিকারিকদের নপুংসক বলে তোপ দেগেছিলেন।

লোকসভা ভোটের সময় শোকজ করেছিল কমিশন
লোকসভা ভোটের আগে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী সারাবছর থাকবে না। নির্বাচন ফুরিয়ে গেলে চলে যাবে। তিনি আরও বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী দুদিন আর তারা বছরভর। এনিয়ে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছিল।