For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবা ছেলে চিটিংবাজি করেছে! কোটি কোটি টাকার হিসেব দিতে খাসতালুকে 'কাটমানি' পোস্টার

এবার কোনও তৃণমূলের বড়, মেজো, সেজো নেতা নয়, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় এবং তাঁর ছেলে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের বিরুদ্ধেকাটমানি বিরোধী পোস্টার পড়ল কাঁচড়াপাড়া জুড়ে।

  • |
Google Oneindia Bengali News

এবার কোনও তৃণমূলের বড়, মেজো, সেজো নেতা নয়, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় এবং তাঁর ছেলে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে কাটমানি বিরোধী পোস্টার পড়ল কাঁচড়াপাড়া জুড়ে। ঘটক রোড এবং থানা পাড়া মোড়ে এদিন সকালে একাধিক পোস্টার পাওয়া যায়। এই পোস্টারের জেরে মুকুল রায় এবং শুভ্রাংশু রায় যে অস্বস্তিতে পড়লেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

মুকুল রায় শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে পোস্টার

মুকুল রায় শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে পোস্টার

পোস্টারগুলিতে লেখা হয়েছে, বাবা ছেলে চিটিংবাজি করেছে কাঁচড়াপাড়া জুড়ে। কাঁচড়াপাড়ার জনগণের কোটি কোটি টাকার হিসেব দিতে হবে। মুকুল রায় ও শুভ্রাংশু রায় প্রস্তুত হও। নিজেদের খাসতালুকে বেজায় অস্বস্তিতে মুকুল-শুভ্রাংশু। সূত্রের খবর অনুযায়ী অস্বস্তি বিজেপি শিবিরেও।

তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে কাটমানি পোস্টারে তৃণমূলের দিকেই ষড়যন্ত্রের আঙুল তুলেছে বিজেপি। তাদের মতে এর আগে মুকুল রায়কে গদ্দার বলে আক্রমণ করেছে তৃণমূল শিবির। এবার বেকায়দায় পড়ে মুকুল রায় শুভ্রাংশু রায়ের বিরুদ্ধেই কাটমানির অভিযোগ আনা হচ্ছে। মনে করছে বিজেপি।

পুরসভার চেয়ারম্যানের 'অন্য' মত

পুরসভার চেয়ারম্যানের 'অন্য' মত

লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঁচড়পাড়া পুরসভার চেয়ারম্যান-সহ অধিকাংশ কাউন্সিলর। বেশ কিছু দিন আগে চেয়ারম্যানসহ অনেকেই ফিরে গিয়েছেন পুরনো দলে। সেই চেয়ারম্যান সুদামা রায় বলেছেন, তাঁর নামেও কাটমানি পোস্টার পড়েছিল। এলাকায় কোনও একটি দল এই কাজ করে চলেছে বলে মনে করছেন তিনি। পুলিশকে ব্যবস্থা নিতেও তিনি বলেছেন
বলে জানিয়েছেন।

English summary
Cut Money poster against BJP leader Mukul Roy and Subhranshu Roy at KanchraparaThese posters are shown in the thursday morning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X