For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গোপসাগরে রুদ্ধশ্বাস অভিযান! উদ্ধার কয়েক কোটির পোশাক

জলপথে শুল্ক দফতরের অভিযান। বাংলাদেশে পাচারের আগে আটক কয়েক কোটি টাকা পোশাক ভর্তি ট্রলার।

  • |
Google Oneindia Bengali News

জলপথে শুল্ক দফতরের অভিযান। বাংলাদেশে পাচারের আগে আটক কয়েক কোটি টাকা পোশাক ভর্তি ট্রলার। দফতরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলি বিনিময়ও হয়। পরে অবশ্য খাড়ি দিয়ে পালিয়ে যায় ট্রলারের সঙ্গে থাকা পাচারকারীরা।

 বঙ্গোপসাগরে রুদ্ধশ্বাস অভিযান! উদ্ধার কয়েক কোটির পোশাক

কয়েক মাস ধরেই শুল্ক দফতরের আধিকারিকরা খবর পাচ্ছিলেন, ট্রলারে করে জিনিসপত্র পাচার হওয়ার কথা। এও খবর ছিল চোরা কারবারিরা সংগঠিতভাবে এই কারবারের সঙ্গে জড়িত।
বুধবার একটি নির্দিষ্ট সূত্রে খবর আসে, গুজরাতের সুরাত থেকে পাথরপ্রতিমায় ট্রাক ভর্তি জামা কাপড় এসেছে। সেগুলিকে ট্রলারে ভর্তির পর বঙ্গোপসাগরের উদ্দেশে রওনাও হয়েছে। খবর পাওয়ার পরেই নিজেদের সশস্ত্র বাহিনী নিয়ে রওনা হয়ে যান কাস্টমসের আধিকারিকরা। দুটি জলযান নিয়ে তারা রওনা হন।

সূত্রের খবর অনুযায়ী, কাস্টমস আধিকারিকরা জলপথে প্রায় ৪৭ কিমি তাড়া করেন ওই ট্রলারটিকে। বৃহস্পতিবার ভোর রাতে বঙ্গোপসাগরের মুখে ট্রলারটির কাছাকাছি চলে যান তারা। ট্রলার টিকে ঘিরে ফেললে সেখান থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। সশস্ত্র রক্ষীরাও পাল্টা গুলি চালায়। তারপর একটি খাঁড়িম মধ্যে ট্রলারটিকে ঢুকিয়ে দিয়ে গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।

English summary
Customs officials detained a trawler full of garments near estuarine of Bay of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X