For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌৩ বছর ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত তিন বছর ধরে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল হাসপাতাল চত্ত্বরে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত তিন বছর ধরে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল হাসপাতাল চত্ত্বরে। শুক্রবার সকাল থেকে দূর দুরান্ত থেকে আসা রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই মেডিক্যাল কলেজে ২০০৩ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটি সিটি স্ক্যান পরিষেবা চালু করে। যার পরিষেবা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। প্রায় ৩ বছর ধরে এই পরিষেবা বন্ধ হয়ে আছে।

‌৩ বছর ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাসপাতালের বাইরে সিটি স্ক্যান পরিষেবার কথা লেখা থাকলেও আদপেও সেই পরিষেবা পাওয়া যায় না। এর ফলে বাধ্য হয়ে রোগীদেরকে টাকা খরচ করে বাইরে থেকে সিটি স্ক্যান করে আনতে হয়। এই পরিষেবা না দিতে পারার জন্য গরিব মানুষদের অন্য জায়গাতে যেতে হচ্ছে। রোগীর পরিবারের লোকেরা জানান, অসুস্থ মানুষদেরকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব সমস্যার। অন্যদিকে, বাইরে থেকে সিটি স্ক্যানের খরচ প্রচুর, যা আর্থিক দিক দিয়ে দুর্বলদের ক্ষেত্রে প্রায় অসম্ভব।

শুক্রবার সকাল থেকে এই পরিষেবা চালু করার জন্য রোগীদের পরিবারেরা ক্ষোভ দেখতে থাকে। এই সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তিনি এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, '‌আমরা নুতুন করে টেন্ডার দিয়েছি। নতুন সিটি স্ক্যান মেশিন না আসা পর্যন্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে সিটি স্ক্যানের জন্য রোগীদের পাঠানো হচ্ছে।'‌

English summary
CT scan service has been shut down for the last three years at North Bengal Medical College and Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X