For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টির জেরে ফসলহানিতে মাথায় হাত চাষিদের

হঠাৎ ঘূর্ণিঝড় আর তার সঙ্গে শিলাবৃষ্টির জেরে নদিয়ায় ব্যাপক ক্ষতি হল ফসলের। প্রতিদিনই খামখেয়ালি আবহাওয়ার জেরে জেলায় জেলায় তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী।

Google Oneindia Bengali News

হঠাৎ ঘূর্ণিঝড় আর তার সঙ্গে শিলাবৃষ্টির জেরে নদিয়ায় ব্যাপক ক্ষতি হল ফসলের। প্রতিদিনই খামখেয়ালি আবহাওয়ার জেরে জেলায় জেলায় তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী। এর মধ্যে শনিবার রাতে নদিয়ার হাঁসখালি এলাকা লণ্ডভণ্ড করে দেয় ঝড় ও শিলাবৃষ্টি। এই ঝড়-বৃষ্টিতে ফসল নষ্টের জেরে মাথায় হাত পড়ে চাষিদের।

 নদিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টির জেরে ফসলহানিতে মাথায় হাত চাষিদের

নদিয়ার কৃষ্ণনগরে বেশ কিছু গাছ ভেঙে পড়ে এদিন। বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। ফলে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়। সেইসঙ্গে যান চালচলও বন্ধ হয়ে যায় অনেক রাস্তায়। এই ঝড়ের ফলে চাষিদের পাকা ধান ও পাটগাছের মাথা ভেঙে যায়। ধান ও পাট নষ্ট হয়েছে প্রচুর। বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতিও হয়েছে।

 নদিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টির জেরে ফসলহানিতে মাথায় হাত চাষিদের

শিলাবৃষ্টির জেরে শুধু ধান-পাট নয়, ব্যাপকমাত্রায় ক্ষতি হয়েছে আমচাষেরও। প্রায় মিনিট ১৫ ধরে শিল পড়ে, ফলে আমগুলি নষ্ট হয়ে যায়। চাষিরা জানান, শিল পড়ে আমের যেমন ক্ষতি হয়েছে, তেমনই ধানের শিষ ভেঙে গিয়েছে, ঝড়ের জেরে পাটগাছও ভেঙে নষ্ট হয়ে গিয়েছে।

 নদিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টির জেরে ফসলহানিতে মাথায় হাত চাষিদের

 নদিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টির জেরে ফসলহানিতে মাথায় হাত চাষিদের

কৃষি আধিকারিকরাও জানান, শিলাবৃষ্টির ফলেই প্রভূত ক্ষতি হয়েছে। এলাকা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করা হচ্ছে। জেলা কৃষি দফতরে সেই রিপোর্ট পাঠানো হবে। চাষিরা এই ফসল নষ্টের জেরে ক্ষতিপূরণ দাবি করেছেন। সেই দাবি বিবেচনা করার কথাও জানানো হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে।

English summary
Crops are spoiled due to storm of Kalbaishakhi and hailstorm in Nadia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X