For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঙ্ঘকেই অনুসরণ করছে সিপিএম! পার্টি চিঠিতে 'চাঞ্চল্যকর' তথ্য উঠে এল

ধর্মীয়স্থানগুলিতে এবার নিজেদের ক্ষমতা বাড়াতে চায় সিপিএম নেতৃত্ব। যার জন্য তৈরি করতে হবে ধর্মনিরপেক্ষ ভক্ত। দলের ৩ নম্বর পার্টি চিঠিতে এমনই কথার উল্লেখ রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ধর্মীয়স্থানগুলিতে এবার নিজেদের ক্ষমতা বাড়াতে চায় সিপিএম নেতৃত্ব। যার জন্য তৈরি করতে হবে ধর্মনিরপেক্ষ ভক্ত। দলের ৩ নম্বর পার্টি চিঠিতে এমনই কথার উল্লেখ রয়েছে বলে খবর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছে। মার্কসীয় দৃষ্টিভঙ্গিকে মূলধন করে চলা দলে ধর্ম নিরপেক্ষ ভক্ত শব্দের মধ্যেই কোথাও সাম্প্রদায়িতা লুকিয়ে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে।

জনসংযোগ বাড়াতে উৎসবে স্টল

জনসংযোগ বাড়াতে উৎসবে স্টল

বামেরা যখন ক্ষমতায় ছিল, কিংবা তার পরবর্তী সময়ে দুর্গা পুজো, কালীপুজোয় মণ্ডপের বাইরে স্টল দেওয়া সিপিএম-এ রেওয়াজের মধ্যেই পড়ে। এখন বড়দিনকে কেন্দ্র করেও স্টল চোখে পড়ে। আলিমুদ্দিন স্ট্রিটের লক্ষ্য ছিল ধর্মীয় আচারে সরাসরি যুক্ত না হয়েও, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। কিন্তু আস্তে আস্তে রাজ্যে খয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে বামেরা। ফলে সেই জনসংযোগ কতটা কাজে লাগছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

রাজ্যে শক্তি বেড়েছে, বিজেপি, আরএসএস-এর

রাজ্যে শক্তি বেড়েছে, বিজেপি, আরএসএস-এর

একদিকে রাজ্যে যেখানে বামেদের শক্তি কমেছে উল্লেখ্যযোগ্যভাবে, ঠিক ততটাই শক্তি বাড়িয়েছে বিজেপি, আরএসএস-এর মতো সংগঠনগুলি। তাদেরই মোকাবিলা করতে চায় সিপিএম।

ধর্মনিরপেক্ষ ভক্ত তৈরিতে জোর

ধর্মনিরপেক্ষ ভক্ত তৈরিতে জোর

রাজ্যে গেরুয়া শক্তির মোকাবিলায় ধর্মনিরপেক্ষ ভক্ত তৈরিতে জোর দেওয়া হয়েছে। দলের রাজ্য কমিটির তরফে সদ্য প্রকাশিত তিন নম্বর চিঠির ৩২ নম্বর পাতায় এনিয়ে বলা হয়েছে, মন্দির এবং অন্য ধর্মীয় স্থানগুলিতে আরএসএস এবং তাদের সংগঠনগুলির ওপর ছেড়ে দেওয়া যয়ায় না। তার জন্য পদক্ষেপ করতে হবে। সেখানে সিপিএম হস্তক্ষেপ করতে সমর্থ হবে সেখানে মন্দির পরিচালনায় ধর্মনিরপেক্ষ মানসিকতাসম্পন্ন বিশ্বাসী বা ভক্তরা যাতে থাকতে পার তা দেখতে হবে। কেরলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়েছে পার্টি চিঠিতে।

শারীরিক প্রশিক্ষণে জোর

শারীরিক প্রশিক্ষণে জোর

আরএসএস-এর মতো সংগঠন যেখানে শারীরিক প্রশিক্ষণে জোর দেওয়া হয়, সিপিএম-ও তেমনই শারীরিক সচেতনতার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পার্টি চিঠির ২৭ নম্বর পাতায় পার্টির শিক্ষা অনুচ্ছেদে বলা হয়েছে, সদস্যদের এবং ক্যাডারদের সুস্থ ও সতেজ রাখতে শারীরিক ব্যায়াম প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে. পার্টির স্কুলের বিষয়ের মধ্যে শারীরিক প্রশিক্ষণকেও যুক্ত করতে হবে।

প্রশ্ন উঠছে দলের বিভিন্ন মহলে

প্রশ্ন উঠছে দলের বিভিন্ন মহলে

পার্টি চিঠিতে করা উপরিউক্ত মন্তব্য নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠত শুরু করেছে। প্রশ্ন উঠছে মার্কসবাদ ও লেলিনবাদে বিশ্বাসী একটি দল কীভাবে ধর্মনিরপেক্ষ ভক্ত শব্দ উল্লেখ করতে পারে দলের দলিলে। এই বিষয়টি আদতে ধর্মীয় ভাবধারা প্রচারের পথকেই প্রশস্ত করবে বলেই মনে করছেন অনেকে। প্রশ্ন উঠেছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সংগঠনকে কীভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

English summary
CPM wants to engage Secular fans in temples of West Bengal, they also stress on physical health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X