For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ সিপিএমের, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সূর্যের

Google Oneindia Bengali News

ফিরে আসার লড়াইয়ে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেছে সিপিএম। বোলপুরে দলীয় কর্মিসম্মেলনে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রবীণ নেতা সূর্যকান্ত মিশ্র স্পষ্ট করে দিলেন, এবার লড়াই তৃণমূল ও বিজেপি উভয়ের সঙ্গেই। তৃণমূল ও বিজেপিকে উৎখাতের লক্ষ্যেই তাঁরা ময়দানে নামবেন।

পঞ্চায়েতে সিপিএমের পাখির চোখ

পঞ্চায়েতে সিপিএমের পাখির চোখ

এককালে বীরভূম জেলা ছিল সিপিএমের দুর্জয় ঘাঁটি। তৃণমূলের আমলে এখানে অনুব্রত মণ্ডলের রাজ চলেছে। কিন্তু এখন অনুব্রত মণ্ডল বাংলা-ছাড়া। দুর্নীতি ইস্যুতে একেবারেই কোণঠাসা তিনি। এই অবস্থায় অনুব্রতহীন বীরভূম জেলাকে পাখির চোখ করেছে বিজেপি ও সিপিএম উভয়েই।

সব জায়গায় প্রার্থী দেবে সিপিএম

সব জায়গায় প্রার্থী দেবে সিপিএম

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে একসঙ্গে তৃণমূল ও বিজেপিকে উৎখাতের ডাক দিলেন সূর্যকান্ত মিশ্র। এককাট্টা হয়ে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, পঞ্চায়েত ভোট আমরা সব জায়গায় প্রার্থী দেব। আমাদের লড়াই করতে হবে বুথস্তর থেকে। এতটুকু জমি ছাড়লে হবে না।

মুক্তি একমাত্র দিতে পারে বামেরা

মুক্তি একমাত্র দিতে পারে বামেরা

বাংলায় পঞ্চায়েত নির্বাচনে বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে কি না, তা নিয়ে তিনি কোনো স্পষ্ট ইঙ্গিত করেননি। তিনি জানিয়ে দিয়েছেন, মানুষর এবার তৃণমূল ও বিজেপি উভয়ের কাছ থেকেই মুক্তি চাইছে। আর সেই মুক্তি একমাত্র দিতে পারে বামেরা।

বামেরা হারানো জমি ফিরে পাচ্ছে

বামেরা হারানো জমি ফিরে পাচ্ছে

বাংলাকে বাঁচাতেই বামেদের ফের জেগে উঠতে হবে। বুথে বুথে লড়াই করতে হবে। মানুষ চাইছে বামেরা আসুক। মানুষকে সঙ্গে নিয়েই বিজেপি ও তৃণমূলকে হারাতে হবে। সিপিএম তথা বামেদের সুদিন ফিরছে, সাম্প্রতিক কিছু নির্বাচন তার প্রমাণ। বামেরা হারানো জমি ফিরে পাচ্ছে।

বামেরা উত্তরণের পথ খুঁজে পেয়েছে

বামেরা উত্তরণের পথ খুঁজে পেয়েছে

২০২১-এর নির্বাচনে বামেরা শূন্যে নেমে গিয়েছিল। বিধানসভায় এই প্রথম কোনো সদস্য ছিল না সিপিএমের। সিপিএম সেই শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে। তারপর যে সমস্ত উপনির্বাচন হয়েছে সেখানে বামেদের ভালো ফল করতে দেখা গিয়েছে। পুরসভা নির্বাচন হয়েছে, সেখানেও বামেরা উত্তরণের পথ খুঁজে পেয়েছে।

বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা

বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা

সেই পথ ধরেই বামেরা বাংলায় ফের উত্থানের স্বপ্ন দেখতে শুরু করেছে। আর তার জন্যই বাংলার পঞ্চায়েত নির্বাচনকে বেছে নিয়েছে তারা। সেই নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে বিরুদ্ধে লড়াইয়ের জন্যউ সঙ্ঘবদ্ধ হচ্ছেন তাঁরা। জেলায় জেলায় বিভিন্ন কর্মিসম্মেলনে উপস্থিত হয়ে বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে সেই বার্তাই দিচ্ছেন সিপিএম নেতারা।

পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থী

পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থী

সম্প্রতি বামেদের সমর্থনে মুর্শিদাবাদের সাগরদিঘি নির্বাচনে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। কংগ্রেস কাছে তৃণমূলের সেই পরাজয়ের পর বিরোধী শক্তি আবার জেগে উঠেছে। তারা মনে করছে, তৃণমূলকে হারানো সম্ভব। আপাতত পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থী দিতে চাইছে সিপিএম। সেইমতো তারা লড়াইয়ের পরিকল্পনা করেছে।

'শুভেন্দুর বিজেপিতে যাওয়া গুড ডিসিশন', বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদের'শুভেন্দুর বিজেপিতে যাওয়া গুড ডিসিশন', বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদের

English summary
CPM targets to comeback in Panchayaat Election of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X