For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-কংগ্রেস জোট কি ভেঙে যাবে! জল্পনা জিইয়ে রেখেই সূর্যকান্তের উপনির্বাচনী বার্তা

বাম-কংগ্রেস জোট কি ভেঙে যাবে! জল্পনা জিইয়ে রেখেই সূর্যকান্তের উপনির্বাচনী বার্তা

Google Oneindia Bengali News

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এবার সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এ বিষয়ে জল্পনা জিইয়ে রেখেই উপনির্বাচনে নজর দিতে বললেন। সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কী হবে, বাম-কংগ্রেস জোটেরই বা কী ভবিষ্যৎ তা নিয়ে ধোঁয়াশা কাটল না এখনও।

উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন

উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন

অধীর চৌধুরী বিধানভবনে সংশয় প্রকাশ করে বলেছিলেন, এখনই যেমন বলা যাচ্ছে জোটে আছি, আবার এ কথাও বলা যাচ্ছে না জোট ভেঙে গিয়েছে। আর সূর্যকান্ত মিশ্র জেলা কমিটিগুলির উদ্দেশে সাফ জানিয়ে দিলেন, এসব নিয়ে মাথা না ঘামিয়ে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন। ফিরে আসার লড়াই এবার।

কংগ্রেস না দিয়ে বামেরা প্রার্থী দিতে চায়

কংগ্রেস না দিয়ে বামেরা প্রার্থী দিতে চায়

স্বাভাবিকভাবে উঠে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র উপনির্বাচনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ। জোটের সমীকরণ অনুযায়ী ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা কংগ্রেসের। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে না চাইলে বামেরা প্রার্থী দিতে চায়। সেক্ষেত্রে বামফ্রন্টের পক্ষ থকে প্রার্থী দেওয়া হবে ভবানীপুরে।

যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে, আর কোনও পথ নেই

যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে, আর কোনও পথ নেই

সিপিএমের জেলা কমিটিগুলি চাইছিল জোটে না গিয়ে একলা লড়াই করতে। বাম শরিকরা অনেকেই জোটের পক্ষে নয়। তবু এখনই জোট ছিন্ন করে বেরিয়ে আসতে চাইছে না সিপিএম। এই মুহূর্তে জোট নিয়ে না ভেবে ঘুরে দাঁড়ানো নিয়ে আগে ভাবা দরকার। যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে। কেননা এছাড়া আর কোনও পথ নেই।

বিতর্কের সময় নয়, এখন একসঙ্গে এগিয়ে চলতে হবে

বিতর্কের সময় নয়, এখন একসঙ্গে এগিয়ে চলতে হবে

তবে জোটের পক্ষেও এদিন অনেকে মত দেন। তাঁদের ব্যাখ্যা, জোট করে বামেদের কোন ক্ষতি হয়েছে, তা জানানো হোক। জোট ভিন্ন কীভাবে সংযুক্ত মোর্চার ফল ভালো হত, তার প্রমাণ দেওয়া হোক। যদিও এই বিতর্কের ইতি ঘটান সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, এখন বিতর্কের সময় নয়, এখন একসঙ্গে এগিয়ে চলতে হবে। আবার কামব্যাক করতে হবে।

বামেরা কেন মুছে গেল বিধানসভা নির্বাচনে, রাজ্য কমিটির বৈঠকে কবুল করল নেতৃত্ববামেরা কেন মুছে গেল বিধানসভা নির্বাচনে, রাজ্য কমিটির বৈঠকে কবুল করল নেতৃত্ব

English summary
CPM state secretary Surya Kanta Mishra gives message with alliance of Left Front and Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X