For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙলেও মচকাচ্ছে না সিপিএম! দলে মইনুলদের ‘রাস্তা’ দেখিয়ে শুদ্ধিকরণের বার্তা সূর্যর

ভাঙলেও মচকাচ্ছে না সিপিএম! দলের প্রাক্তন সাংসদ মইনুল হাসান দল ছাড়ার কথা ঘোষণার পর এই দুর্দিনেও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সাফ কথা, যাঁরা তৃণমূলে বা বিজেপিতে পা বাড়িয়ে রয়েছেন, তাঁরা দল ছেড়ে

Google Oneindia Bengali News

ভাঙলেও মচকাচ্ছে না সিপিএম! দলের প্রাক্তন সাংসদ মইনুল হাসান দল ছাড়ার কথা ঘোষণার পর এই দুর্দিনেও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সাফ কথা, যাঁরা তৃণমূলে বা বিজেপিতে পা বাড়িয়ে রয়েছেন, তাঁরা দল ছেড়ে দিন। মইনুল হাসানের মতো নেতারা দল ছাড়লে সিপিএম শুদ্ধ হবে। ফের নতুন করে ফিরে আসার লড়াই করতে পারবে।

ভাঙলেও মচকাচ্ছে না সিপিএম! দলে মইনুলদের ‘রাস্তা’ দেখিয়ে শুদ্ধিকরণের বার্তা সূর্যর

সূর্যকান্ত মিশ্র বলেন, মইনুল হাসান দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন। তখন তিনি দলের উন্নতির কথা বলেননি। এখন দল থেকে বেরিয়ে গিয়ে দলের সমালোচনা করছেন। এইসব নেতাদের দলে রাখার কোনও প্রয়োজন নেই। তিনি নিজেই বেরিয়ে গিয়েছেন, তাতে দলেরই ভালো হয়েছে।

রবিবার কোচবিহার জেলা সিপিএম অফিসে, প্রাক্তন সাংসদ মইনুল হাসানের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য সম্পাদক। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলা কমিটির কাছে আমরা মইনুল হাসানকে নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। তিনি যেসব কথা বলেছেন, তা নিয়ে রাজ্য কমিটিতে আলোচনা হবে।

এদিন কোচবিহারে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন সূর্যকান্ত মিশ্র। সঙ্গে ছিলেন বিধায়ক তথা বিধানসভার বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তাঁরা জেলা পার্টি অফিসে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন। তারপরই সাংবাদিক সম্মেলনে মইনুল হাসানের সমালোচনা করেন।

[আরও পড়ুন:রাস্তায় দাঁড়িয়েছিল উন্নয়ন, এবার অনুব্রত হাত ধরে তা দেখাবেন বীরভূমের 'জনতা'কে][আরও পড়ুন:রাস্তায় দাঁড়িয়েছিল উন্নয়ন, এবার অনুব্রত হাত ধরে তা দেখাবেন বীরভূমের 'জনতা'কে]

তিনি আরও বলেন, মইনুল হাসানের মতো যাঁরা ভাবছেন অন্যদলে গেলে পদ ও সুবিধা পাওয়া যাবে, তাঁদের জন্য দুয়ার খোলা রয়েছে, তাঁরা চলে যেতে পারেন। ৪২ বছর পর মইনুল হাসানের মনে হয়েছে, দলের নীতি আদর্শের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছেন না, আপনাদের যাঁদের এখন একথা মনে হচ্ছে, তাঁরা রাস্তা দেখতে পারেন।

[আরও পড়ুন: মোদীর সঙ্গে সমঝোতার 'শর্ত' নীতীশের, কষে দিলেন বিহার লোকসভা আসনের সমীকরণ][আরও পড়ুন: মোদীর সঙ্গে সমঝোতার 'শর্ত' নীতীশের, কষে দিলেন বিহার লোকসভা আসনের সমীকরণ]

English summary
CPM state secretary Surjakanta Mishra gives message of refinement in Party. He attacks Mainul Hasan who announced to leave CPM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X