For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোগ চেপে রাখলে বাড়ে! করোনায় মৃত্যুর 'সংখ্যা বিভ্রাট' নিয়ে মমতাকে কটাক্ষ সূর্যর

রোগ চেপে রাখলে বাড়ে! করোনায় মৃত্যুর 'সংখ্যা বিভ্রাট' নিয়ে মমতাকে কটাক্ষ সূর্যর

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনায় মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন বিরোধীরা। এপ্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, করোনা ভাইরাসজনিত মৃত্যু হয় নিউমোনিয়া ও কিডনি ফেলের কারণে। এটা উল্টে দিলে বিপদ। রোগ চেপে রাখলে আরও বাড়ে বলেও মন্তব্য করেছেন তিনি।

মৃত্যুর কারণ লেখেন চিকিৎসক, মুখ্যমন্ত্রী নয়

মৃত্যুর কারণ লেখেন চিকিৎসক, মুখ্যমন্ত্রী নয়

করোনা রাজ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এপ্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলেছেন, করোনা ভাইরাস জনিত মৃত্যু হয় নিউমোনিা, কিডনি ফেলের কারণে। এটা উল্টে দিলে বিপদ। তিনি আরও বলেন, মৃত্যুর কারণ লেখেন চিকিরসক, মুখ্যমন্ত্রী নয়। বিষয়টিকে বেআইনি হস্তক্ষেপ বলেও উল্লেখ করেছেন তিনি। সূর্যকান্চ মিশ্র কটাক্ষ করেই বলেছেন, রোগ চেপে রাখলে তা আরও বাড়ে

 বুধবার রাজ্যের মৃত্যুর সংখ্যা কমে ৬ থেকে হয়ে যায় ৩-এ

বুধবার রাজ্যের মৃত্যুর সংখ্যা কমে ৬ থেকে হয়ে যায় ৩-এ

মুখ্যমন্ত্রী বলেছিলেন বুধবার দুপুর পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে মাত্র ৩ জনের মৃত্যুর খবর রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ৬ জনের মৃত্যুর যে কথা বলা হচ্ছে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায় এবং অপরজনের মৃত্যু হয়েছে কিডনি ফেলিওরে। তিনজনের মৃত্যু কনফার্ম, বাকি গুলো কনফার্ম না করে খবর সম্প্রচার করবেন না, অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

যে তিনজনের করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, তা নিয়ে বুলেটিন প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে জানানো হয়, ৫৭ ও ৬২ বছরের দুই বৃদ্ধের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এছাড়াও একজনের কিডনির সমস্যা ছিল। ফলে কিডনি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, রাজ্যে ডেঙ্গু হলে অজানা জ্বর, আর করোনা হলে তা কিডনি ফেলিওর এবং নিউমোনিয়া। পাশাপাশি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বক্তব্য হল করোনা আর ডেঙ্গু কার্যত এক করে ফেলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ ডেঙ্গু ছড়ানোর সময়েই চিকিৎসকদের চাপ দিয়ে ডেঙ্গু লিখতে বাধা দেওয়া হয়। এখনও সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

English summary
CPM's Suryakanta Mishra claims Mamata Govt is lowering down th Corona death. He said disease increases if it is suppressed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X