For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে শিল্পায়নের দাবি! রাজভবন অভিযানে বাম গণ সংগঠন, দেখুন ভিডিও

সিঙ্গুর-সহ রাজ্যে শিল্পায়ন চাই। সেই দাবিতেই সিঙ্গুর থেকে রাজভবন পদযাত্রার আয়োজন। ২৮ ও ২৯ নভেম্বরের পদযাত্রা শেষে ২৯ নভেম্বর রানি রাসমনি রোাডে সমাবেশের আয়োজন করা হয়েছে সারা ভারত কৃষকসভার তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুর-সহ রাজ্যে শিল্পায়ন চাই। সেই দাবিতেই সিঙ্গুর থেকে রাজভবন পদযাত্রার আয়োজন। ২৮ ও ২৯ নভেম্বরের পদযাত্রা শেষে ২৯ নভেম্বর রানি রাসমনি রোাডে সমাবেশের আয়োজন করা হয়েছে সারা ভারত কৃষকসভার তরফ থেকে। এদিন সকালে সিঙ্গুর থেকে পদযাত্রার সূচনা করেন প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা।

সিঙ্গুর থেকে রাজভবন অভিযান

সিঙ্গুর থেকে রাজভবন অভিযান

জমিতে চাষ নেই, হাতে কাজ নেই এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হলো সিঙ্গুর থেকে রাজভবন অভিযান। রাজ্যের কয়েক হাজার কৃষক, খেতমজুর সিঙ্গুর রতনপুর মোড়ে বুধবার সকাল দশটায় ৫২ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার সূচনা করেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা।

স্লোগানে পদযাত্রা

স্লোগানে স্লোগানে এগিয়ে চলছে পদযাত্রা। কৃষক, খেতমজুর পরিবারসহ সব বেকারের কাজ চাই। কেন্দ্রে মোদী সরকারের জুমলা বছরে দু'কোটি বেকারের কর্মসংস্থান আর রাজ্যে মমতা সরকারের ঝুটা প্রতিশ্রুতি বছরে দু'লক্ষ বেকারের কর্মসংস্থান। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই কর্মসংস্থানের প্রশ্নে ব্যর্থ। পদযাত্রায় আসাদের অভিযোগ এমনটাই। আরও অভিযোগ, গত সাড়ে সাত বছরে রাজ্যে গড়ে ওঠেনি একটিও নতুন শিল্প। চাকরি নেই, জব ফেয়ার বাতিল করেছে সরকার, এসএ সি আর টেট পরীক্ষায় সীমাহীন দুর্নীতি। আয় কমছে কৃষিতে। ভারতের জাতিগত আর্থ-সামাজিক গণনার রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ জনগণের চার ভাগের মধ্যে তিন ভাগের মাসিক আয় ৫০০০টাকার নিচে। অন্যদিকে দেশি-বিদেশি কর্পোরেটের হাতে রয়েছে দেশের সম্পদের সিংহভাগ।

সব হাতে কাজের দাবি

সব হাতে কাজের দাবি

সব হাতে কাজের দাবিতে এই পদযাত্রা। জানানোে হয়েছে কৃষকসভার তরফে।
এদিন সকালে প্রকল্পে জমিদাতাদের মিছিল সিঙ্গুরের সানাপাড়া থেকে দু'নম্বর জাতীয় সড়ক রতনপুর মোড়ে এসে মূল মিছিলের সঙ্গে যুক্ত হয়। এমনটাই দাবি করা হয়েছে। এখানেই রাজভবনের উদ্দেশ্য পদযাত্রা শুরু হয়। উদ্বোধন করে হান্নান মোল্লা বলেন, সিঙ্গুরের মানুষ প্রতারিত হয়েছেন। সিঙ্গুরে শিল্পায়ন হয়নি, চাষও হয়নি।

'সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন'

'সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন'

সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। এমনটাই অভিযোগ করেছেন হান্নান মোল্লা। আরও অভিযোগ, কৃষকদের ফসলের ন্যায্যমূল্যের দাম যাতে পায় তার কোন উদ্যোগ নেয়নি। কৃষক ও কৃষি নিয়ে হান্নান মোল্লা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।
মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল হালদার, সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক অমিয় পাত্র, কৃষকসভার হুগলি জেলা সম্পাদক ভক্তরাম পান।

English summary
CPM's Bengal unit organises Singur Kishan March from Singur to Rajbhaban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X