For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে বৈঠকের পরই জোট তত্ত্বে সিলমোহর দেবে সিপিএম কেন্দ্রীয় কমিটি? অপেক্ষায় সকলে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : সারা রাজ্যের বাম নেতৃত্বের ও সর্বোপরি আমজনতার মনোভাবকে গুরুত্ব দিয়ে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষেই সায় দেবে সিপিএম পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি। [রাজ্যে বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলে কেন্দ্রে বিপদের আশঙ্কা কংগ্রেসের!]

বস্তুত এই ভাবনাকে মন্ত্র করেই পলিটব্যুরো ও তারপরে হতে চলা কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন রাজ্য নেতারা। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও মহম্মদ সেলিমের মতো নেতারা সদর্থক আশা নিয়েই দিল্লির পথে পা বাড়িয়েছেন।

দিল্লিতে বৈঠকের পরই জোট তত্ত্বে সিলমোহর দেবে সিপিএম?

কংগ্রেসের সঙ্গে জোটের আগে কয়েকটি বিষয়কে ভাবনায় রেখেছেন বাম নেতারা। প্রথমত, দেশ জুড়ে বিজেপি বিরোধী ও রাজ্য তৃণমূল বিরোধী ঐক্যের সঙ্গী হিসাবে একমাত্র কংগ্রেসই রয়েছে যাদের সঙ্গে নিয়ে পথ চলা যায়।

দ্বিতীয়ত, সারদা ইস্যু সহ একাধিক ইস্যুতে গণতান্ত্কিক মঞ্চ তৈরি করে যেভাবে কংগ্রেস ও বাম নেতারা পথে নেমে প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছেন, তারপরে জোট নিয়ে অন্যরকম ভাবনার কোনও জায়গা নেই।

এছাড়া সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ কেন্দ্রীয় নেতারা প্রাথমিকভাবে জোট বিরোধিতার কোনও কথা বলেননি। উল্টে বিজেপি ও তৃণমূল বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের সঙ্গে সহমত পোষণ করেছেন।

তবে এর মধ্যেও একটি বিষয়ে একটু খটকা রয়েই যাচ্ছে। তা হল, কেরলে কংগ্রেস ও সিপিএমের পরস্পর বিরোধী অবস্থান। সেখানে সিপিএমের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। ফলে কেরল লবির নেতারা এই জোট নিয়ে বিরোধী অবস্থানেই রয়েছেন।

এমতাবস্থায় এদিন পলিটব্যুরোর বৈঠকের পরে আগামী দু'দিন কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই জোট নিয়ে অবস্থান স্পষ্ট করতে চলেছে সিপিএম। আর এক্ষেত্রে যে সিদ্ধান্ত তাঁদের পক্ষেই হবে তা নিয়ে অনেকটাই আশাবাদী বঙ্গ বাম ব্রিগেডের নেতারা।

English summary
CPM politburo meeting in Delhi to fix alliance with Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X