For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রণে ভঙ্গ দিল সিপিএম, পুলিশের অনুরোধ মেনে সভা শহীদ মিনার ময়দানেই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সিপিএম
কলকাতা, ৪ ডিসেম্বর: ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করার অনুমতি না পেয়ে মামলার হুমকি দিয়েও পিছিয়ে এল সিপিএম। পুলিশ তাদের শহীদ মিনার ময়দানে সভা করার অনুমতি দেওয়ায় তারা আর আদালতে যাচ্ছে না। কিন্তু তর্জন-গর্জন করার পরও তারা রণে ভঙ্গ দেওয়ায় জল্পনা শুরু হয়েছে।

১৬ ডিসেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশকে দু'মাস আগে চিঠি দিয়েছিল তারা। কিন্তু সেই আর্জি খারিজ হয়। গত ৩০ নভেম্বর বিজেপি সেখানে সভা করায় উজ্জীবিত সিপিএম নেতৃত্ব ফের মাঠে নেমে পড়েন। আবার আবেদন যায় লালবাজারে। যথারীতি সেই আবেদন খারিজ হয়। নেপালদেব ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায় প্রমুখ সিপিএম নেতা সিদ্ধান্ত নেন, বিজেপির পথ ধরেই কলকাতা হাইকোর্টে গিয়ে তাঁরা অনুমতি আদায় করবেন।

এদিকে, সিপিএম নেতাদের মনোভাব জানতে পেরে যেতে শহীদ মিনার ময়দানের কথা বলে পুলিশ। যুগ্ম কমিশনার রাজীব মিশ্র জানান, এখন সেখানে একটি ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান চলছে। ১৫ ডিসেম্বর তা শেষ হবে। ফলে ১৬ ডিসেম্বর মাঠ পেতে অসুবিধা হবে না। এ কথা শুনে রাজি হয়ে যান সিপিএম নেতারা। মর্যাদার লড়াইয়ে তাঁরা পিছু হটেন।

প্রশ্ন উঠেছে, পুলিশ হঠাৎ যেচে কেন সিপিএম নেতাদের উপদেশ দিতে গেল? তা হলে কি তৃণমূল নেত্রী বিজেপিকে ঠেকাতে সিপিএমকে ব্যবহার করতে চাইছেন? নইলে পুলিশের ঘাড়ে ক'টা মাথা যে, সিপিএমকে গায়ে পড়ে সভার অনুমতি দিতে যাবে! তবে সিপিএমের অন্দরে একাংশের প্রশ্ন, এর ফলে সাধারণ মানুষের কাছে কি ভুল বার্তা গেল না? কারণ বিজেপি অভিযোগ তুলছে যে, সিপিএম আর তৃণমূল গোপনে আঁতাঁত করেছে। গতকালও এ কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা।

English summary
CPM not going to court, will organise rally in Shahid Minar Maidan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X