For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘ভাড়াটে প্লেয়ার’রা এখন অন্য দলে ভাড়া খাটতে যাচ্ছেন, কটাক্ষ সাংসদের

বাইচুং ভুটিয়া টুইট করে দল ছাড়ার পর তাঁকে তৃণমূলের ভাড়াটে প্লেয়ার বলে কটাক্ষ করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।

  • |
Google Oneindia Bengali News

টুইট করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত সেরা ফুটবলার বাইচুং ভুটিয়া। তার পর থেকেই জল্পনার পারদ চড়ছে। নানা মহলের নানা প্রতিক্রিয়ায় তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে বাইচুং ভুটিয়াকে তৃণমূলের ভাড়াটে প্লেয়ার বলে কটাক্ষ করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। এমনকী সদ্য তৃণমূল-ত্যাগী মুকুল রায়কেও ভাড়াটে নেতার তকমা দিলেন তিনি।

তৃণমূলের ‘ভাড়াটে প্লেয়ার’রা এখন অন্য দলে ভাড়া খাটতে যাচ্ছেন, কটাক্ষ সাংসদের

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সংসারী নন! ব্যক্তিগত কুৎসায় শালীনতার সীমা ছাড়ালেন সাংসদ, নিন্দার ঝড়][আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সংসারী নন! ব্যক্তিগত কুৎসায় শালীনতার সীমা ছাড়ালেন সাংসদ, নিন্দার ঝড়]

রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম এক প্রশ্নের উত্তরে বলেন, 'মুকুল রায় বলুন আর বাইচুং ভুটিয়া- এঁরা সব তৃণমূলের ভাড়াটে নেতা। এতদিন তৃণমূলের হয়ে ভাড়া খেটেছেন। এবার অন্য দলের হয়ে খাটতে যাবেন। মুকুল রায় যেমন তৃণমূলে ছিলেন। এখন বিজেপির হয়ে ভাড়া খাটতে গিয়েছেন।'

তাঁর কথায়, 'মুকুল রায়ের পদাঙ্ক অনুসরণ করে বাইচুং ভুটিয়াও তৃণমূল ছেড়ে অন্য কোনও দলের হয়ে ভাড়া খাটতে যাবেন।' তিনি আরও বলেন, 'সেই দলটা বিজেপিও হতে পারে, আবার অন্য কোনও দলও হতে পারে। মোট কথা তৃণমূলে ভাড়া খাটা শেষ হয়েছে, এবার অন্য জায়গায় ভাড়া খাটার জন্য চুক্তিবদ্ধ হবে। এভাবেই চলছে ওইসব দলের রাজনীতি। যেখানে নীতি-নৈতিকতা কিছুই নেই। শুধু চাওয়া-পাওয়ার রাজনীতি হচ্ছে।'

তৃণমূলের ‘ভাড়াটে প্লেয়ার’রা এখন অন্য দলে ভাড়া খাটতে যাচ্ছেন, কটাক্ষ সাংসদের

[আরও পড়ুন:পার্টি অফিসে হঠাৎ সংজ্ঞাহীন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিপিআই রাজ্য সম্পাদক][আরও পড়ুন:পার্টি অফিসে হঠাৎ সংজ্ঞাহীন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিপিআই রাজ্য সম্পাদক]

উল্লেখ্য, বাইচুং ভুটিয়া একদিন আগেই টুইটার ও ফেসবুকে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান। জানিয়ে দেন, দলের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথাও। তৃণমূলের তরফে জানানো হয়, তাঁদের কাছে কোনও অফিসিয়ালি চিঠি পাঠাননি বাইচুং। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে এই দল ছাড়ার পরই বাইচুংকে নিয়ে নানা জল্পনা চলতে থাকে।

বাইচুং গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দার্জিলিংয়ের পার্থী হয়েছিলেন। আবার বিধানসভাতেও দাঁড়িয়েছিলেন। কিন্তু দু-ক্ষেত্রেই তিনি পরাজিত হন। আর পরাজয়ের পিছনে দলের অন্তর্ঘাতের অভিযোগ করেন। পাহাড় ইস্যুতেও গোর্খাল্যান্ডকে সমর্থন করে দলে বৈরাগ্যের পাত্র হন তিনি।

English summary
CPM MP Mohammed Salim criticizes to Baichung Bhutia as a rented player of TMC. He says that Baichung now will go to play in others party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X