For Quick Alerts
For Daily Alerts
বারুইপুরে তুলকালাম, সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর উপর হামলা, স্পিকারকে ফোন মমতার
বারুইপুরে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর উপর হামলার অভিযোগ। বারুইপুর বাজারে অগ্নিকাণ্ডে স্থানীয় প্রমোটারদের হাত রয়েছে। এমনই অভিযোগ করেছিলেন সিপিএম নেতা। তারপরেই তাঁর উপর চড়াও হন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় পুরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গেও বচসা হয় তাঁর। এই নিয়ে মুখ্যমন্ত্রী ফোন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যাকে।
{photo-feature}
বিজেপি নিজেদের মধ্যেই খেলছে, যারা জিতবে তারাই রানার্স! জল্পনা উসকালেন কুণাল