For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সততায় চ্যাম্পিয়ন বামপন্থীরা! ২০২১-এর লক্ষ্যে পিকের টিমের কাজে, মমতার ক্যারিশ্মা নিয়ে প্রশ্ন সুজনের

সততায় চ্যাম্পিয়ন বামপন্থীরা! ২০২১-এর লক্ষে পিকের টিমের কাজে, মমতার ক্যারিশমা নিয়ে প্রশ্ন তুললেন সুজন

  • |
Google Oneindia Bengali News

প্রকাশ্যে আসছে একের পর এক বর্তমান ও প্রাক্তন সিপিএম বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের টিমের কথোপথন। তাহলে তো সততায় চ্যাম্পিয়ন সিপিএম তথা বামপন্থীরা। সেকথাই টুইটে দাবি করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তবে প্রশান্ত কিশোরের টিমের থেকে নিজেদের আলাদা করতে শুরু করেছেন তৃণমূল নেতারা। তাঁরা দাবি করছেন পিকের টিমের কাজ সম্পর্কে তাঁরা জানেন না।

 সৎ ও স্বচ্ছ নেতার খোঁজ বামদলে

সৎ ও স্বচ্ছ নেতার খোঁজ বামদলে

বামের যখন রাজ্য শাসনে ছিল, তখন বিরোধীদের তরফে নানা কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছিল। এবার সেই বামেদের ভাবমূর্তিকেই হাতিয়ার করতে নেমে পড়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোর। পিকের টিমের কথায় এখন বামেদের যা ভাবমূর্তি আর গ্রহণযোগ্যতা, তা অনেক দলেরই নেই। ভোটকুশলী মানলেও তৃণমূল অবশ্য প্রকাশ্যে তা নামতে নারাজ।

প্রস্তাব ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ

প্রস্তাব ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ

এর আগে পিকের টিমের প্রস্তাব ফিরিয়েছেন বামেদের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ। সবার কাছেই ছিল একই প্রস্তাব, পদ পাবেন। কোনও কিছুর অভাব থাকবে না। কিন্তু টালি কিংবা টিনের ঘরে থেকেই প্রস্তাব ফিরিয়েছেন, সিপিএম-এর প্রাক্তন বিধায়ক লক্ষীকান্ত রায়, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালি রায়। প্রস্তাব ফিরিয়েছেন, প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস, কৃষ্ণনগরের প্রাক্তন বিধায়ক সুবিনয় ঘোষ, আউশগ্রামের বাসুদেব মেটে। সর্বশেষ সামনে এসেছে চাকুলিয়ার বাম বিধায়ক ভিক্টর রামজের ভিডিও।

কটাক্ষ সুজন চক্রবর্তীর

কটাক্ষ সুজন চক্রবর্তীর

বিষয়টি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। টুইটে তিনি বলেছেন, রাজ্যের ২৯৪ টি আসনে তৃণমূলের তো একজনই প্রার্থী। মাননীয়া তো একাই একশো। তাঁর প্রশ্ন, তাই যদি হয়, এখন হল টা কী। পিকের কোম্পানি বামপন্থীদের দরজায় মাথা খুঁটছে কেন? মাননীয়ার ক্যারিশমা কি কম পড়িয়াছে। দেউলিয়াপনা ধরা পড়ে গেল যে, কটাক্ষ করেছেন তিনি।

সততায় চ্যাম্পিয়ন বামপন্থীরা

সততায় চ্যাম্পিয়ন বামপন্থীরা

বামেরা রাজ্যে ক্ষমতায় থাকার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তলায় লেখা হত সততার প্রতীক। রিন্তু বর্তমান সময়ে তা আর লেখা হয় না। অন্যদিকে পিকের টিম সৎ নেতার খোঁজ চালাচ্ছেন বামদলগুলির মধ্যে। তাই সুজন চক্রবর্তীর দাবি, আসলে তো সততার চ্যাম্পিয়ন বামপন্থীরা। তারাই মানুষের ভরসা, মানুষের গর্ব।

জোড়া ঘূর্ণাবর্তের জের! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তাজোড়া ঘূর্ণাবর্তের জের! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা

English summary
CPM MLA Sujan Chakraborty attacks charisma of Mamata Banerjee on Prashant Kishor's offer issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X