For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী শিবিরে জোর ধাক্কা, শুভেন্দুর হাতযশে ফের অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের

লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে ফের শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। আরও এক বিধায়ক বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এবার জোর ধাক্কা সিপিএমে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে ফের শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। আরও এক বিধায়ক বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এবার জোর ধাক্কা সিপিএমে। সিপিএম বিধায়ক কানাই মণ্ডল তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁর হাতে পতাকা তুলে দেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবগ্রামের রসুলপুরের জনসভায় চমক দেন শুভেন্দু।

তৃণমূলে সিপিএমের বিধায়ক

তৃণমূলে সিপিএমের বিধায়ক

গত দুবারের বিধায়ক কানাই মণ্ডল। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে সিপিএমের টিকিটে তিনি নির্বাচিত হয়েছিলেন। সেই তিনিই এবার লালপার্টি ছেড়ে তেরঙ্গা ধরতে চলেছেন। না, কংগ্রেসের তেরঙ্গা নয়, তিনি তুলে নিলেন ঘাসফুলের তেরঙ্গা। ফলে অধীর গড়ে আরও শক্তি বাড়ল তৃণমূলের।

বিজেপির কাউন্সিলরও তৃণমূলে

বিজেপির কাউন্সিলরও তৃণমূলে

সিপিএম বিধায়ক একা নন, নবগ্রামের জনসভায় শুভেন্দুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন বিজেপির কাউন্সিলর অনিতা সাহাও। তিনি বেলডাঙা পুরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। এর ফলে একা সিপিএম নয়, বিজেপিও ধাক্কা খেল লোকসভা ভোটের আগে।

তৃণমূলে যোগ দিয়ে তোপ

তৃণমূলে যোগ দিয়ে তোপ

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েই সিপিএমের বিরুদ্ধে তোপ দাগেন বিধায়ক কানাই মণ্ডল। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে থাকতেই তৃণমূলে যোগ দিলাম। উন্নয়নের জন্যই সরকারের সঙ্গে থাকা দরকার বলে মনে করেছি। সিপিএমে থেকে উন্নয়নের কাজ করতে পারছিলেন না তিনি।

দলবদলে শক্তিবৃদ্ধি

দলবদলে শক্তিবৃদ্ধি

কানাইচন্দ্র মণ্ডলের দলবদলের ফলে তৃণমূলের শক্তি বাড়ল জেলায়। মুর্শিদাবাদে এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ১১। কংগ্রেস ৮ ও সিপিএম ৩। অর্থাৎ শাসক ও বিরোধীদের বিধায়ক সংখ্যা এই মুহূর্তে সমান সমান।

শুভেন্দু হাতযশে শক্তিবৃদ্ধি

শুভেন্দু হাতযশে শক্তিবৃদ্ধি

শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূলের বাড়বাড়ন্ত তৈরি হয়েছে মুর্শিদাবাদে। একের পর এক বিধায়ক, নেতা-কর্মী কংগ্রেস ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তিনি এদিন ফের আরও বড় চমকের কথা বললেন। তবে কি অধীর গড়ে বিরোধী শক্তি শূন্য হয়ে যাবে?

English summary
CPM MLA Kanai Mandal joins in TMC and takes flag from Subhendu Adhikari. BJP’s councilor also joins in TMC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X