For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদিকে বলোতে ফোন সিপিএম নেতাদের! সমস্যার সমাধানে ছুটলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

পার্টি অফিস দখল মুক্ত করতে এবার দিদিকে বলোতে ফোন কালনার সিপিএম নেতাদের। আর এই খবর পাওয়ার পরেই উদ্যোগী হন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা স্বপন দেবনাথ।

  • |
Google Oneindia Bengali News

পার্টি অফিস দখল মুক্ত করতে এবার দিদিকে বলোতে ফোন করলেন কালনার সিপিএম নেতারা। আর এই খবর পাওয়ার পরেই উদ্যোগী হন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা স্বপন দেবনাথ। সিপিএম-এর অভিযোগ, কালনা ১ ব্লকের আটঘরিয়া-সিমলন এলাকায় তাদের পার্টি অফিস দখল করে রেখেছে একটি পরিবার।

 বাম আমলে তৈরি পার্টি অফিস দখল ২০১১-র পালাবদলের পর

বাম আমলে তৈরি পার্টি অফিস দখল ২০১১-র পালাবদলের পর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে কালনা-১ ব্লকের আটঘরিয়া-সিমলন এলাকায় আটঘরিয়া বাসস্টপের কাছে রাস্তার ধারে সিপিএম-এর পার্টি অফিস তৈরি হয়েছিল। ২০১১-য়
পালাবদলের পরেই সেই পার্টি অফিস দখল হয়ে যায় বলে অভিযোগ। সিপিএম-এর অভিযোগ স্থানীয় সর্দার পরিবার পার্টি অফিসটি দখল করেছে। পাল্টা পরিবারটির দাবি, সিপিএম-এর
তরফে জোর করে পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল।

 পার্টি অফিস দখল মুক্ত করতে দিদিকে বলোতে ফোন

পার্টি অফিস দখল মুক্ত করতে দিদিকে বলোতে ফোন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএম নেতা বিনয় সিংহরায় পার্টি অফিস দখল মুক্ত করতে দিদিকে বলোতে ফোন করেছিলেন। এই নেতার দাবি ওই পরিবারের সম্মতিতেই পার্টি অফিসটি তৈরি হয়েছিল। কিন্তু পালাবদলের পর পার্টি অফিসের জিনিসপত্র বের করে দিয়ে ঘরটির দখল নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগ

মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগ

বিষয়টি জানতে পেরেই, এলাকায় গিয়ে দখলদার হিসেবে পরিচিত সর্দার পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে স্থানীয় সিপিএম নেতৃত্বও ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারটিকে বিকল্প জায়গা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

<strong>[আরও পড়ুন:একাধিক রাজ্যে বন্যার ভ্রুকুটি, জারি হল কমলা সতর্কতা]</strong>[আরও পড়ুন:একাধিক রাজ্যে বন্যার ভ্রুকুটি, জারি হল কমলা সতর্কতা]

[আরও পড়ুন:সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে! শোভন-বৈশাখীকে নিয়ে জয়ের মন্তব্যে জল্পনা বাড়ালেন দিলীপ][আরও পড়ুন:সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে! শোভন-বৈশাখীকে নিয়ে জয়ের মন্তব্যে জল্পনা বাড়ালেন দিলীপ]

English summary
CPM leaders of Kalna, talked to Didike balo to get back possession of their party office. Minister Swapan Debnath has taken the initiative to get back CPM party office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X