For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শিব ঠাকুরের আপন দেশে...' অনুব্রতর লকডাউন ঘোষণাকে তীব্র শ্লেষে বিঁধলেন সুজন

'শিব ঠাকুরের আপন দেশে...' অনুব্রতর লকডাউন ঘোষণাকে তীব্র শ্লেষে বিঁধলেন সুজন

Google Oneindia Bengali News

জেলা শাসকের বিজ্ঞপ্তি জারির আগেই পার্টি অফিসে বসে লকডাউনের সময় বদলের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানিেছন বিরোধীরা। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছেন, 'শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে' অবস্থা হয়েছে রাজ্যের।

অনুব্রতকে আক্রমণ

অনুব্রতকে আক্রমণ

পার্টি অফিসে বসে লকডাউনের দিন ঘোষণা নিয়ে অনুব্রত মণ্ডলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি কটাক্ষ করে বলেছেন অনেকটা শিব ঠাকুরের আপন দেশের অবস্থা হয়েছে দেশে। আইন কানুনের সর্বনেশে দশা। পার্টির জেলা সভাপতি প্রশাসনিক নির্দেশ জারির আগেই ঘোষণা করছেন লকডাউন এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন পর্যায়ে গিয়েছে।

পথ দেখিয়েছেন দলনেত্রী

পথ দেখিয়েছেন দলনেত্রী

অনুব্রতর এই ঘটনার পথ দেখিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি নিজেই নবান্নে বসে পার্টির সিদ্ধান্ত ঘোষণা করেন। আবার পার্টি অফিসে বসে রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করেন। কাজেই তাঁর অনুগামীরাও তাঁর পথেই চলছেন বলে আক্রমণ শানিয়েছেন সুজন চক্রবর্তী।

অনুব্রতর ঘোষণা

অনুব্রতর ঘোষণা

জেলা শাসকের বিজ্ঞপ্তি জারির আগেই পার্টি অফিসে বসে লকডাউনের দিন এবং সময় ঘোষণা করেছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, ২ অগাস্ট বিকেল ৩টে থেকে লকডাউন হবে বীরভূমে। ছোট ব্যবসায়ীদের সুবিধের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিিন।

পরে জেলা শাসকের বিজ্ঞপ্তি

পরে জেলা শাসকের বিজ্ঞপ্তি

অনুব্রত মণ্ডলের ঘোষণার প্রায় দেড়ঘণ্টা পরে জেলা শাসক বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে একই নির্দেশের উল্লেখ করা হয়েছে। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পার্টি অফিস থেকেই প্রশাসন চলছে বলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।

পার্টি অফিস থেকেই কি চলছে প্রশাসন! অনুব্রতর লকডাউনের দিন ঘোষণা, পরে বিজ্ঞপ্তি জেলা শাসকেরপার্টি অফিস থেকেই কি চলছে প্রশাসন! অনুব্রতর লকডাউনের দিন ঘোষণা, পরে বিজ্ঞপ্তি জেলা শাসকের

English summary
CPM leader Sujan Chakrobarty slams TMC leader Anubrata Mandal on Lockdown announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X