For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন! ত্রাণের দাবি তোলা হবে, বললেন সুজন

ঘূর্ণিঝড় বিধ্বস্ত নামখানা পরিদর্শন করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকায় বাড়ি, দোকানের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় বিধ্বস্ত নামখানা পরিদর্শন করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকায় বাড়ি, দোকানের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের হাতে ত্রাণ না পাওয়ার অভিযোগও তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি ত্রাণের দাবি তোলা হবে বলেও জানিয়েছেন সুজন চক্রবর্তী।

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন! ত্রাণের দাবি তোলা হবে বিধানসভায়, বললেন সুজন

বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তনমন্ত্রী কান্তি গাঙ্গুলি উদ্যোগ নিয়ে বিদ্যাধরী নদীতে ট্রলার নিয়ে খোঁজ চালিয়ে রেণুপদ মুদি এবং লুতফর মীর নামে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করেন। এদিন দেহগুলি পরিবারের হাতে তুলে দিতে নামখানা থানা এবং হাসপাতালেও যান।

এদিন ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ না মেলার অভিযোগের পাশাপাশি এবার ঝড়ের আগে সেরকম সতর্কতা অবলম্বন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। শুধুমাত্র ঝড় শুরুর তিনদিন আগে মাইকে একবার জানানো হয়েছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। উদ্ধারকারী দলের গাড়ি এলেও সেই রাতে উদ্ধার করা হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। ত্রাণ হিসেবে খাবার দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন বাসিন্দারা। পাঠানো হয়নি মেডিকেল টিমও। অনেকেই বলেন, আগে সিপিএম করলেও এখন কোনও দলের সঙ্গে যুক্ত না থাকলেও স্থানীয় নেতারা তাদের ত্রিপল দেননি বলেও অভিযোগ তুলেছেন।

সুজন চক্রবর্তী জানিয়েছেন, ত্রাণ যাতে পাওয়া যায়, তার জন্য দাবি রাখা হবে। কেন্দ্রীয় দল এলেও বাসিন্দারা কথা বলার সুযোগ পাননি, অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী ওপর থেকে দেখেছেন, কিন্তু নিচ থেকে দেখলে পরিস্থিতি ভাল করে বুঝতে পারতেন বলে মন্তব্য করছেন তিনি।

English summary
CPM leader Sujan Chakraborty visits Cyclone Bulbul affected Namkhana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X