For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএম-এর লিস্ট খারিজ করতে মুখ্যসচিবকে নির্দেশ! দিদিমনি ও মোদী সাহেব দুজনই ব্যর্থ, বিস্ফোরক সুজন

ডিএম-এর লিস্ট খারিজ করতে মুখ্যসচিবকে নির্দেশ! দিদিমনি ও মোদী সাহেব দুজনই ব্যর্থ, বিস্ফোরক সুজন

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের জেরে লকডাউন লাগু করা আবার তুলে নেওয়া। একদফ হয়েছে রাজ্যে। ফের বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের কিছু নির্দিষ্ট অঞ্চলে তা শুরু হয়েছে। এই ঘটনাকে পাগলামি বলে কটাক্ষ করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তাঁর প্রশ্ন, কে এই লকডাউন ঘোষণা করছে, কে-ই বা আনলক করে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী।

সিদ্ধান্তের পিছনে কি বিশেষজ্ঞরা

সিদ্ধান্তের পিছনে কি বিশেষজ্ঞরা

সুজন চক্রবর্তীর প্রশ্ন করোনায় লকডাউন কিংবা আনলক, এই সিদ্ধান্তের পিছনে কি বিশেষজ্ঞরা রয়েছেন। তারা কারা, প্রশ্ন করেছেন তিনি। সুজন চক্রবর্তীর অভিযোগ, প্রথম থেকেই তথ্য গোপন করা হচ্ছে। সরকারের অপদার্থতার জন্য বিপদ বাড়ছে বলে অভিযোগ করেছেন তিনি।

ডিএম-এর মত খারিজ মুখ্যমন্ত্রীর

ডিএম-এর মত খারিজ মুখ্যমন্ত্রীর

কটাক্ষ করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, ডিএম একরকম বলছেন, এসপি একরকম বলছেন। আর ডিএম যে লিস্ট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বলছেন ডিএম-এর দেওয়া লিস্ট খারিজ করে দিন। তিনি(মুখ্যমন্ত্রী) যে লিস্ট দেবেন, সেই লিস্ট হবে।

 তৃণমূলের ঘর থেকে কি লকডাউনের তালিকা

তৃণমূলের ঘর থেকে কি লকডাউনের তালিকা

সুজন চক্রবর্তীর প্রশ্ন, তৃণমূলের ঘর থেকে কি লকডাউনের তালিকা হবে? এইভাবেই রাজ্যের বিপদ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন সুজন। দিদিমনি ও মোদী সাহেব দুজনই লক, আনলক উভয়তেই ব্যর্থ বলে অভিযোগ করেছেন তিনি।

 ভাগাড়ের মাংস থেকে বড় হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ

ভাগাড়ের মাংস থেকে বড় হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ

সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ভাইরাস ব্যাকটিরিয়া নিয়ে বড় হয়। দিদির রাজত্বে ভাগাড়ের মাংস খেয়ে মানুষ বড় হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষ বিপন্ন বলে মন্তব্য করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশান্ত কিশোরের মতানৈক্য প্রকাশ্যে! ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতিমুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশান্ত কিশোরের মতানৈক্য প্রকাশ্যে! ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

English summary
CPM leader Sujan Chakraborty criticise lockdown and unlock in West Bengal announced by CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X